গাইবান্ধায় মিললো শার্ট দিয়ে মোড়ানো কঙ্কাল

গাইবান্ধায় মিলেছে শার্ট দিয়ে মোড়ানো একটি কঙ্কাল। গত ৩০শে এপ্রিল শুক্রবার বিকালে সদর উপজেলায় ঘাঘট লেক এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধায় মিলেছে শার্ট দিয়ে মোড়ানো একটি কঙ্কাল। গত ৩০শে এপ্রিল  শুক্রবার বিকালে সদর উপজেলায় ঘাঘট লেক এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ।

এলাকাবাসী জানান, মরা ঘাঘট নদীর তলায় তারা শার্টে মোড়ানো একটি বস্তু দেখতে পান। এ নিয়ে সন্দেহ হলে পুলিশকে সংবাদ দেওয়া হয়। এরপর পুলিশ এসে সেটি উদ্ধার করলে দেখা যায় এটি একটি মানুষের কঙ্কাল।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে কয়েক বছর আগের মৃতদেহ এটি। গাইবান্ধার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, সংবাদ পেয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়েছে। তবে এটি নারী না পুরুষের তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

সংবাদ সারাদিন