গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতিতে বিক্ষুব্ধ গ্রাহকসাধারণ

গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতিসহ অতিরিক্ত বিল করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলার গ্রাহকসাধারণ।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম-দুর্নীতিসহ অতিরিক্ত বিল করার প্রতিবাদে বিক্ষুব্ধ হয়ে উঠেছে জেলার গ্রাহকসাধারণ। বুধবার  সেচপাম্প মালিক সমিতি জেলা শাখার উদ্যোগে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবি বাস্তবায়িত না হলে আগামী ১লা জানুয়ারি থেকে লাগাতার বিক্ষোভ ও অবরোধ কর্মসূচীর আল্টিমেটাম দিয়েছেন সমিতির নেতারা।

সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আসাদুল ইসলাম শাহীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য আমিনুল ইসলাম গোলাপ, বিদ্যুৎ গ্রাহক ও সেচ পাম্প মালিক সমিতির উপদেষ্টা মাসুদুর রহমান মাসুদ, সংগঠনের সাধারণ সম্পাদক আনাউর রহমান, দেবল কুমার, মাহবুবর রহমান প্রমুখ।

বক্তারা বলেন, বিদ্যুৎ বিভাগ গ্রাহকদের নামে ২০০৮ সাল থেকে অতিরিক্ত বিল নিয়ে আসছে। নানা তালবাহানায় বিল সংশোধন না করে গ্রাহকদের বিরুদ্ধে যেসব মামলা দেয়া হয়েছে সেসব মামলা প্রত্যাহার এবং যে সেসব বন্ধ সেচপাম্পের বিল সংশোধনের জন্য আবেদন করা রয়েছে তা সংশোধন করার দাবি জানান।

গ্রাহকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার, মিটার টেম্পারিংয়ের অজুহাতে অতিরিক্ত বিল না করা, টেম্পারারাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে সব লাইন ষ্ট্যান্ডার্ড করে সকল সেচপাম্পে মিটার স্থাপন করার দাবি জানান।

 

সংবাদ সারাদিন