গাইবান্ধায় পানি কমলেও দীর্ঘমেয়াদি ক্ষতিতে আড়াই লাখ মানুষ

গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র ও ঘাঘটসহ সব নদীর পানি এখনও বইছে বিপৎসীমার উপর দিয়ে। সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও উপদ্রুত এলাকায় মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমে যায়নি। বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষ গরু ছাগল নিয়ে বাড়ি ফিরতে পারছে না।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধায় সার্বিক বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও ব্রহ্মপুত্র ও ঘাঘটসহ সব নদীর পানি এখনও বইছে বিপৎসীমার উপর দিয়ে। সার্বিক বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হলেও উপদ্রুত এলাকায় মানুষের ঘরবাড়ি থেকে পানি নেমে যায়নি। বাঁধসহ বিভিন্ন উঁচু স্থানে আশ্রয় নেওয়া দুর্গত মানুষ গরু ছাগল নিয়ে বাড়ি ফিরতে পারছে না।

বিশেষ করে চরাঞ্চলে কাঁচা ঘরবাড়ি দীর্ঘদিন পানিতে তলিয়ে থাকায় বেশীর ভাগ বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। পানি কমতে থাকায় পানিবন্দি মানুষের হাত ও পায়ে চুলকানিসহ নানা ধরণের চর্মরোগ দেখা দিচ্ছে।

জেলার সুন্দরগঞ্জ, ফুলছড়ি, সাঘাটা, সাদুল্লাপুর, গোবিন্দগঞ্জ ও গাইবান্ধা সদর উপজেলার ৪৪টি ইউনিয়ন এখনো বন্যা কবলিত। বন্যার কারণে ৩৫ হাজার ৫৫১টি পরিবারের ২ লাখ ৫০ হাজার ৭৮৬ জন মানুষ ক্ষতির শিকার।

এদিকে সার্বিক পরিস্থিতির উন্নতি হলেও পানি উন্নয়ন বোর্ড বলছে, ৪ঠা আগস্ট মঙ্গলবার ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমার ২২ সেন্টিমিটার এবং ঘাঘট নদীর পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন