|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
গাইবান্ধায় ফল ব্যবসায়ী ও তার সহযোগিদের হামলায় সাবেক ছাত্রলীগ নেতা মঞ্জুরুল হাসান লিখন নিহতের জেরে ৬টি ফলের দোকান পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্দ জনতা। গত ৫ আগস্ট বৃহ¯পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাইবান্ধা জেলা শহরের হকার্স মার্কেট সংলগ্ন ৬টি ফলের দোকান আগুন দিয়ে ভস্মীভূত করা হয়।
আগুনে ফলের দোকান, ক্যাশ বাক্সসহ ফলমূল পুড়ে যায়। আম ক্রয় করার সময় বাকবিতন্ডা ও পরে হাতাহাতির ঘটনার জেরে গত বুধবার সন্ধ্যার দিকে জেলা বিএনপি অফিসের সামনে লিখনের উপর হামলা হয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে রাত সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহত মঞ্জুরুল হাসান লিখন গাইবান্ধা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ স¤পাদক ও গাইবান্ধা জেলা শহরের পশ্চিমপাড়ার মাহাবুবুর রহমানের ছেলে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য জেলা শহরের ডেভিড কো¤পানি পাড়ার রকসি মিয়া, আকাশ মিয়া, রিফাত মিয়া ও সাফি মিয়া নামে চারজনকে আটক করেছে পুলিশ।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত মাসুদুর রহমান বলেন, ৪ আগস্ট বুধবার দুপুরের দিকে লিখন হকার্স মার্কেট সংলগ্নরাস্তায় পাশের শরিফ নামে এক ফলের দোকানদারের কাছে আম ক্রয় করতে যায়। আম ক্রয় করার সময় শরিফের সাথে বাকবিতন্ডা হয় লিখনের। পরে লিখন বাড়িতে আম রেখে এসে শরীফের সাথে হাতাহাতির ঘটনা ঘটলে স্থানীয়রা উভয়পক্ষের মধ্যে সমঝোতা করে দেয়। এরপর সন্ধ্যার দিকে লিখন জেলা বিএনপি অফিসের সামনে আসলে শরীফসহ আরও কয়েকজন মিলে লিখনের উপর হামলা করে। এতে গুরুতর আহত হয় লিখন। পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।