|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||
জেলার আরও ৯ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত মানুষের সংখ্যা ৮০৪ এ দাঁড়ালো।
গেল চব্বিশ ঘন্টায় নতুন করে করোনা আক্রান্তদের মধ্যে পলাশবাড়ীতে ১, সাদুল্লাপুরে ৪, সাঘাটায় ১, ফুলছড়িতে ১ ও গাইবান্ধা সদর উপজেলায় ২ জন রয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন কার্যালয় সুত্রে এ তথ্য জানা যায়।
গাইবান্ধায় করোনা আক্রান্ত ৮০৪ জনের মধ্যে গোবিন্দগঞ্জে ২৫৫, গাইবান্ধা সদরে ২২৭, ফুলছড়িতে ৪২, সাঘাটায় ৬২, পলাশবাড়ীতে ৮৪, সুন্দরগঞ্জে ৬২ এবং সাদুল্লাপুর উপজেলায় ৭২ জন রয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৪৭৮ জন। আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন ৩১২ জন।
জেলায় এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ জন। তাদের মধ্যে গোবিন্দগঞ্জে ৪, গাইবান্ধা সদরে ৩, সাদুল্লাপুরে ২, পলাশবাড়ীতে ৪ এবং সুন্দরগঞ্জ উপজেলার ১ জন।