গাইবান্ধার ফুলছড়িতে ইউএনও’র ফুডব্যাংক

অনলা্ইন প্রতিনিধি
গাইবান্ধার ফুলছড়িতে করোনাভাইরাসে কর্মহীন হয়ে পড়া মানুষের জন্য ‘ফুডব্যাংক’ গড়ে তুলেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু রায়হান। তাঁর ব্যতিক্রমী এই উদ্যোগে কাজ করছেন দেড়শ’স্বেচ্ছাসেবক।
সরকারের নির্দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে প্রশাসনিক কাজের পাশাপাশি গত ৩০শে মার্চ থেকে এই ফুডব্যাংক গড়ার কাজ শুরু করেন আবু রায়হান। গত বুধবার বিকেল পর্যন্ত এই ফুডব্যাংকে ৭০ হাজার টাকা, ৭০০ কেজি চাল, ৬০০ কেজি আলু, ৩০০ কেজি লবণ ও শিশুখাদ্য হিসেবে ৪০ কেজি সুজি সংগ্রহ করা হয়েছে। এসব খাদ্যসামগ্রী বিতরণের জন্য ফেসবুকের মাধ্যমে ১৫০ জন স্বেচ্ছাসেবক সংগ্রহ করা হয়েছে। তাঁদের মাধ্যমে পর্যায়ক্রমে তালিকা করে কর্মহীন মানুষের মধ্যে বিতরণ করা হবে।
প্রশাসনিক কাজের পাশাপাশি ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন ইউএনও আবু রায়হান। তিনি নিজের কার্যালয়ে স্থাপন করেছেন খাদ্যসামগ্রী সংগ্রহের ভান্ডার।
ফুডব্যাংক স্থাপনের বিষয়ে ইউএনও আবু রায়হান বলেন, ‘উপজেলার মোট জনসংখ্যার একটা বড় অংশ অকৃষি পেশায় নিয়োজিত। যাঁদের মধ্যে রিকশা-ভ্যানচালক, রেস্তোরাঁ ও নৌকাশ্রমিক এবং দিনমজুর বেশি। এ সময়ে তাঁরা বেকার হয়ে পড়েছেন। তাঁদের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য ফুডব্যাংক সৃষ্টির উদ্যোগ নিয়েছি, যাতে সরকারি সহায়তার পাশাপাশি এলাকার জনদরদি ও বিত্তবান মানুষজন সহায়তা করতে পারেন। এ পর্যন্ত সর্বস্তরের জনগণের মধ্য থেকে ব্যাপক সাড়া পাচ্ছি।’
ইউএনও আরও বলেন, সমাজের অবস্থাপন্ন মানুষের কাছ থেকে সহায়তা নিয়ে এই ব্যাংকে জমা রাখা হবে। সামর্থ্য অনুযায়ী সাহায্য দিতে ফেসবুকের মাধ্যমে আহ্বান জানানো হয়। সমাজের বিত্তবান বা দানশীল যে কেউ যেকোনো বস্তুগত সহযোগিতা করতে পারবেন। সেটা হতে পারে চাল, আলু, ভোজ্যতেল, ডাল, লবণ, পেঁয়াজ, শিশুখাদ্য প্রভৃতি। পরে এই খাদ্যসামগ্রী স্বেচ্ছাসেবকের মাধ্যমে বিতরণ করা হবে। এর মধ্যে কিছু শিশুখাদ্য বিতরণ করা হয়েছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন