|| সারাবেলা প্রতিনিধি, ময়মনসিংহ ||
ময়মনসিংহের গফরগাঁওয়ে পূর্ব শক্রতার জের ধরে বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাষ্টারকে (৬৭) রামদা দিয়ে কুপিয়ে জখম করা হয়েছে । বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাষ্টারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সোমবার ১০ই মে ভোরবেলায় উপজেলার রসুলপুর গ্রামের চকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাষ্টার রসুলপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ও চকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিদাতা এবং প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক (অব.)।
বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাষ্টারের ছেলে স্কুল শিক্ষক শরিফুল ইসলাম সায়েম (৩৫) জানায়, প্রতিবেশী রফিকুল ইসলাম (৫৪) ও রিপনের (২৫) নেতৃত্বে ৬/৭ জনের একদল সশস্ত্র লোক সোমবার ভোরবেলায় (সাড়ে পাঁচটার দিকে)তাদের জমি থেকে জোরপূর্বক মাটি কেটে নিচ্ছিল। তার পিতা বীর মুক্তিযোদ্ধা ময়েজ উদ্দিন মাষ্টার ফজরের নামাজ পড়ে হাঁটতে বের হয়ে ঘটনাটি দেখতে পেয়ে বাঁধা দিতে গেলে রফিকুল ইসলাম (৫৪) ও রিপনের (২৫) নেতৃত্বে সশস্ত্র লোকজন তার বৃদ্ধ পিতাকে রড দিয়ে পিটিয়ে ও রামদা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে মাটিতে ফেলে রেখে চলে যায়।
এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে আমরা আমাদের পিতাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি। তিনি আরও জানায়, জমির সীমানা নিয়ে প্রতিবেশী রফিকুল ইসলাম ও রিপনের সাথে তাদের পরিবারের বিরোধ ছিল।
গফরগাঁও থানার ওসি অনুকুল সরকার বলেন, ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।