|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
গণতন্ত্রের বিজয় দিবস উপলক্ষে জয়পুরহাট পৌর আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা শনিবার দুপুর ১টায় জয়পুরহাট চিনিকল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জয়পুরহাট পৌর আ’লীগের সভাপতি আজম আলী মন্ডলের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আরিফুর রহমান রকেট ও সাধারণ সম্পাদক জাকির হোসেন মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলার চেয়ারম্যান এস.এম সোলায়মান আলী, জেলা আ’লীগ নেতা এ্যাড. মোমেন আহমেদ চৌধুরী জিপি, গোলাম হাক্কানী, শেখর মজুমদার প্রমুখ।
এতে সঞ্চালনায় ছিলেন পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন হিমু।