খেলতে গিয়ে মাটিচাপায় ৩ শিশুর মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে মাটিচাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার ১৯শে মার্চ বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে দুর্ঘটনা ঘটে।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খেলতে গিয়ে মাটিচাপা পড়ে তিন শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার ১৯শে মার্চ বিকালে উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে দুর্ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলেন সুন্দরগঞ্জ উপজেলার কিশামত গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৪), তার ফুফাতো ভাই গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের বারবলদিয়া  গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী (৭) ও আবির হোসেন (৫)।

পুলিশ ও শিশুদের পারিবার জানায়, কয়েকদিন আগে হজরত আলী ও আবির হোসেন তাদের নানার বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে আসে। তারা দুই ভাই গত শুক্রবার মামাতো ভাই রিফাত মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির অদূরে খেলতে যায়।

বাড়ির অদূরে একটি রাস্তার মাটি ফেলা হয়েছে। মাটি কাটার কারণে রাস্তার পাশে অনেক গর্ত হয়েছে। একটি গর্তে তারা খেলছিল। একপর্যায়ে গর্তের পাশের বালু মাটি ভেঙ্গে তারা তিনজনই চাপা পড়ে। পরিবারের লোকজন অনেক খোঁজাখুজি করে তাদের না পেয়ে খোঁজ করতে থাকে। এসময় আশপাশের লোকজন রাস্তায় তিন জন শিশু খেলছিল বলে পরিবারকে জানান।পরে সন্ধ্যায় রাস্তার পাশের গর্তের মাটির নিচ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহিল জামান ঘটনার সত্যতা স্বীকার করেছে।

সংবাদ সারাদিন