খুন আর সংঘর্ষের ভোট চট্টগ্রামে

ভোটসময়ে লালখানবাজার, পাথরঘাটা আর পাহাড়তলীতে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে পাহাড়তলীতে গুলিতে একজন নিহত হয়েছেন। 

|| সারাবেলা প্রতিনিধি, চট্টগ্রাম ||

উদ্বেগ উৎকন্ঠাকে সত্যি করে সংঘর্ষ, প্রাণহানি  আর অভিযোগ পাল্টা অভিযোগের মধ্য দিয়ে শেষ  হয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন। নগরীর ৭৩৫টি কেন্দ্রে বুধবার সকাল ৮টায় ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এই ভোট শুরু হয়। একটানা চলে বিকাল ৪টা পর্যন্ত। ভোটসময়ে লালখানবাজার, পাথরঘাটা আর পাহাড়তলীতে প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে সংঘর্ষ হয়। এর মধ্যে পাহাড়তলীতে গুলিতে একজন নিহত হয়েছেন।  পাথরঘাটায় ইভিএম মেশিন ভাঙচুর করার অভিযোগে বিএনপি সমর্থিত এক কাউন্সিলর প্রার্থিকে আটক করেছে পুলিশ। নির্বাচনে সহিংসতা নিয়ে পরস্পরকে দোষারোপ করেছে বিএনপি ও ক্ষমতাসীন আওয়ামী লীগ।

এ নির্বাচনে ভোটার ছিলেন ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। তাদের ভোটেই সিটি করপোরেশনের নতুন মেয়র, ৩৯ জন ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত ওয়ার্ডের ১৪ জন নারী কাউন্সিলর নির্বাচিত হবেন। নির্বাচনে মেয়র পদে সাতজন প্রার্থী থাকলেও বরাবরের মতই প্রতিদ্বন্দ্বিতা মূল হয়েছে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী এবং বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ডা. শাহাদাত হোসেনের মধ্যে।

প্রসঙ্গত, করোনাভাইরাসের মহামারীর কারণে চট্টগ্রামের সিটি নির্বাচন বিলম্বিত হয়েছে প্রায় আট মাস। তারপর সেই মহামারীর মধ্যেই ভোট হওয়ায় এক ধরনের উদ্বেগ ছিল। ভোট প্রচারের সময় প্রতিদ্বন্দ্বী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে দ্বন্দ্ব-সংঘাত ও মৃত্যুর ঘটনাও নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা বাড়িয়ে দেয়।

ভোট সুষ্ঠু করতে দায়িত্বে ছিলেন আইনশৃঙ্খলা বাহিনীর ১৪ হাজার সদস্য। তারপরও ভোটের দিন নগরীর সব জায়গার পরিবেশ শান্তিপূর্ণ থাকেনি। হতাহতের ঘটনার পাশাপাশি অনিয়মের অভিযোগও তোলা হয়েছে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের পক্ষ থেকে।

সহিংসতায় নিহত এক 

ভোটের দিন নগরীর শান্তিপূর্ণ থাকেনি সব জায়গার পরিবেশ। হতাহতের ঘটনার পাশাপাশি অনিয়মের অভিযোগও করেছে বিএনপির মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। সকাল সাড়ে ৯টার দিকে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের আমবাগান এলাকায় ইউসেপ স্কুল কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ সমর্থিত এবং বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। সে সময় গুলিতে নিহত হন ২৮ বছর বয়সী যুবক মো. আলাউদ্দিন আলম। আহত হন এক নারীসহ আরও ছয়জন।

বিদ্রোহী প্রার্থী মো. মাহমুদুর রহমান নিহত আলাউদ্দিনকে নিজের সমর্থক দাবি করে খুনের জন্য দায়ী করেছেন আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. ওয়াসিম উদ্দিন চৌধুরীর সমর্থকদের। তবে কার গুলিতে আলাউদ্দিনের প্রাণ গেছে, সে বিষয়ে কিছু বলতে পারেননি খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন।

লালখানে সংঘর্ষে আহত ২১

সকালে নগরীর লালখান বাজার ওয়ার্ডে আওয়ামী লীগ, বিএনপি ও বিদ্রোহী কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। কয়েক দফা সংঘর্ষে সেখানে আহত হয়েছেন অন্তত ২১ জন।

জয়ে আশাবাদী রেজাউল প্রহসনের ভোট বললেন শাহাদত

ভোট দেওয়ার পর জয়ের ব্যাপারে আশাবাদ জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরী। বুধবার সকাল ৯টার দিকে এখলাসুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিয়ে কেন্দ্রের বাইরে এসে তিনি বলেন, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, শান্তিপূর্ণ হচ্ছে। জয়ের ব্যাপারে আমি আশাবাদী। ফলে যেটিই আসুক না কেন, তা আমি মেনে নেব।

অন্যদিকে সকাল সাড়ে ১০টায় নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের টিচার্স ট্রেনিং কলেজ একাডেমিক ভবন-১ এ ভোট দেওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভোটের পরিবেশ নিয়ে অভিযোগ জানান। তিনি বলেন, “বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের ‘বের করে দেওয়া’ হয়েছে, এমনকি এজেন্টদের ‘মারধর’ এবং ভোটারদের কেন্দ্রে যেতে ‘না দেওয়ার’ অভিযোগও তিনি পেয়েছেন।” নির্বাচনটা নির্যাতন ও প্রহসনে পরিণত হয়েছে জানিয়ে তিনি বলেন, “জাস্ট বলে দিলে হতো ভাই মেয়রে ইলেকশন করার দরকার নেই। তাহলে আমি ইলেকশন করতাম না। এই যে একটা প্রহসনের নির্বাচন। জনগণকে ধোঁকা দেওয়া, তাদের গায়ে হাত দেওয়া। নির্যাতন করা। বাংলাদেশের মানুষ অনেক ইমোশনাল। তারা কিন্তু জেগে উঠবে। যখন জেগে উঠবে তখন ভয়ঙ্কর হবে।”

অনেক কেন্দ্রেই ছিল না বিএনপির এজেন্ট

ভোটের সকালে নগরীর জামালখান, এনায়েতবাজার, আন্দরকিল্লা, পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের কয়েকটি কেন্দ্র ঘুরে বিএনপির এজেন্টদের দেখা মেলেনি। কয়েকটি কেন্দ্রে দেখা যায় বাইরে বিপুল লোকজন থাকলেও ভেতরে কম। বিএনপির প্রার্থীরা তাদের এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ করলেও দায়িত্বরত প্রিজাইডিং অফিসাররা বলেছেন, বিএনপির প্রার্থীদের এজেন্টরা ‘আসেননি’।

সকাল সাড়ে ১০টায় নগরীর ১৭ নম্বর পশ্চিম বাকলিয়া ওয়ার্ডের টিচার্স ট্রেনিং কলেজ একাডেমিক ভবন-১ এ ভোট দেওয়ার পর বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন ভোটের পরিবেশ নিয়ে নানা অভিযোগ তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন কেন্দ্র থেকে তার এজেন্টদের ‘বের করে দেওয়া’ হয়েছে, এমনকি এজেন্টদের ‘মারধর’ এবং ভোটারদের কেন্দ্রে যেতে ‘না দেওয়ার’ অভিযোগও তিনি পেয়েছেন। তিনি বলেন, “এখন নির্বাচনটা নির্যাতনে, প্রহসনে পরিণত হয়েছে। জাস্ট বলে দিলে হত ভাই মেয়রে ইলেকশন করার দরকার নেই। তাহলে আমি ইলেকশন করতাম না।”

তবে এসব অভিযোগ নাকচ করে আওয়ামী লীগ প্রার্থী রেজাউল করিম চৌধুরী বলেন, “ভোট সুন্দর ও সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হচ্ছে। মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি রয়েছে।” বিএনপির এজেন্টদের গ্রেফতার-হয়রানির অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, “বিএনপি অভিযোগের পার্টি। সাংগঠনিক অবস্থার কারণে তাদের লোক নেই। সাংগঠনিক দুর্বলতার কারণে এজেন্ট দিতে পারেনি।”

এক নজরে ভোটের সবতথ্য

ভোটার সংখ্যা ১৯ লাখ ৩৮ হাজার ৭০৬ জন। পুরুষ ভোটার ৯ লাখ ৪৬ হাজার ৬৭৩। নারী ভোটার ৯ লাখ ৯২ হাজার ৩৩ জন। ভোট কেন্দ্র ৭৩৫টি। ভোটগ্রহণ কক্ষ ৪ হাজার ৮৮৮৬টি। ভোট গ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা ছিলেন ৭৩৫ জন, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ১৪৭০ জন, পোলিং ও কর্মকর্তা ২৯৪০ জন।

নিরাপত্তার দায়িত্বে ছিলেন মোট ১৮ হাজার পুলিশ ও আনসার সদস্য। এছাড়া প্রতিটি কেন্দ্রে র‌্যাবের সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন। মোতায়েন ছিল ২৫ প্লাটুন বিজিবি।

নির্বাচনী দায়িত্বে ছিলেন ২০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এবং ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। প্রতিটি ওয়ার্ডে দায়িত্ব পালন করেন একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

নির্বাচনে মেয়র প্রার্থীতায় প্রতিদ্বন্দ্বিতা করেন সাতজন। এদের মধ্যে ক্ষমতাসীন আওয়ামী লীগের রেজাউল করিম চৌধুরী (নৌকা), বিএনপি মনোনিত ডা. শাহাদাত হোসেন। অন্য প্রার্থীরা হলেন- ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি’র আবুল মনজুর (আম), বাংলাদেশ ইসলামী ফ্রন্টের এম এ মতিন (মোমবাতি), স্বতন্ত্র প্রার্থী খোকন চৌধুরী (হাতি), ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ (চেয়ার) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জান্নাতুল ইসলাম (হাতপাখা)।

৪১টি ওয়ার্ডের কাউন্সিলর পদে নির্বাচন হওরয়া কথা থাকলেও আলকরণ ওয়ার্ডের প্রার্থী তারেক সোলেমান সেলিম মারা যাওয়ায় সেখানে কাউন্সিলর নির্বাচন হবে না। তবে মেয়র পদে ভোটগ্রহণ হবে সে ওয়ার্ডে। ১৮ নম্বর পূর্ব বাকলিয়া ওয়ার্ডে আওয়ামী লীগ সমর্থিত হারুন অর রশিদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সংবাদ সারাদিন