|| সারাবেলা প্রতিনিধি, ফকিরহাট (বাগেরহাট) ||
বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার (মা-শিশু ও স্বাস্থ্য পরিবারপরিকল্পনা) ও ফকিরহাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শাহরিয়ার শামীমকে হত্যার হুমকি দিয়েছেন তারই আরেক সহকর্মী।
পুলিশের কাছে করা অভিযোগে শাহরিয়ার শামীম বলেছেন, খুলনা জেলার কয়রা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা তুহিন কান্তি ঘোষ মঙ্গলবার ২৯শে ডিসেম্বর ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে শাহরিয়ার শামীমকে দেখে নেয়ার হুমকি দেন।একইসঙ্গে শাহরিয়ার শামীমকে প্রাণে মেরে ফেলা, খুন করা আর জখম করার মতো শব্দসমষ্টিও উচ্চারণ করেন তুহিন কান্তি ঘোষ।
পরে শাহরিয়ার শামীম জীবনের নিরাপত্তা চেয়ে ফকিরহাট মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। যারনং ১০৩৯,তাং-২৯/১২/২০২০ইং। এ ব্যাপারে ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ আবু সাঈদ মো. খায়রুল আনাম বলেন, আমরা জিডি গ্রহণ করেছি। সুষ্ঠু তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।