|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||
জেলার পৌরসভার জঙ্গলপাড়া মিয়া বাড়ি এলাকায় খাদ্যসহায়তার দাবিতে মানববন্ধন করেছে কর্মহীন কয়েকশ’ মানুষ। বিক্ষুব্ধ এসব মানুষ জানান, গত ২৫শে মার্চ তাদের কোন কাজ নেই। আয় রোজগার না থাকায় মারাত্মক খাদ্য সংকটে পড়লেও তাদের সহায়তায় এখন কেউ এগিয়ে আসেনি। পরিবার পরিজন নিয়ে অর্ধাহারে অনাহারে দিন কাটছে তাদের।
এসব মানুষের অভিযোগ, সরকারিভাবে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে কিছু সরকারি খাদ্যসহায়তা আসলেও স্থানীয় কাউন্সিলরা তাদের আত্মীয়স্বজদেরকেই তা দিয়ে দিয়েছেন। তারা জনপ্রতিনিধি নয় বরং, স্থানীয় প্রশাসনের মাধ্যমে সরকারি খাদ্যসহায়তা দেওয়ার দাবি জানান। #