খাগড়াছড়িতে পথশিশুদের ভালো খাবার খাওয়ালো ছাত্রলীগ

এ ধারা চলবে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ উদযাপনে আতঁশবাজী ও ফানুস উড়ানো হবে।

|| সারাবেলা প্রতিনিধি, খাগড়াছড়ি ||

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবসে খাগড়াছড়িতে ১শ এতিম ছিন্নমুল পথশিশুকে ভালো খাবার খাইয়েছে জেলা ছাত্রলীগ। বুধবার দুপুরে জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরার নেতৃত্বে এই আয়োজনে আহবায়ক কমিটির সদস্য সাইফুল ইসলাম, জিৎজয় ত্রিপুরা, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি সনজিব ত্রিপুরা, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জামিরুল ইসলাম, নুরুসাফা চৌধুরী, রাসেল মাহমুদ, পৌর ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশে এ ধরনের উদ্যোগ হাতে নেওয়া হয়েছে জানিয়ে জেলা ছাত্রলীগের আহবায়ক উবিক মোহন ত্রিপুরা জানান, বিশেষ এই দিনে খাগড়াছড়ির ১শ এতিম ছিন্নমুল পথশিশুদের ভালো খাবার খাওয়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

এ ধারা চলবে জানিয়ে তিনি বলেন, সন্ধ্যায় বঙ্গবন্ধুর জন্মদিনের আনন্দ উদযাপনে আতঁশবাজী ও ফানুস উড়ানো হবে। এতে উপস্থিত থাকবেন, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী অপু ও খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী। 

সংবাদ সারাদিন