|| সারাবেলা প্রতিনিধি, জয়পুরহাট ||
জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার ধনকুরাইল গ্রামে স্বামী ও সতীনের বিরুদ্ধে গৃহবধুর মাথার চুল কেটে নিয়ে পাশবিক নির্যাতনের আভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ক্ষেতলাল থানায় মামলা হয়েছে। অভিযুক্ত সতিনকে থানা পুলিশ আটক করেছে।
সূত্রে জানা গেছে, গত ৪ জুলাই রোববার দিবগত রাতে ক্ষেতলাল উপজেলার ধুনকুড়াইল গ্রামে গৃহবধূ বিউটি খাতুনের মাথার চুল কেটে পাশবিক নির্যাতনের আভিযোগ পাওয়া গেছে। নির্যাতিত বিউটি খাতুন ওই গ্রামের সুলতান কাজীর প্রথম স্ত্রী। সুলতান কাজী ও তার দ্বিতীয় স্ত্রী তারা বেগম শারীরিক নির্যাতনের এক পর্যায়ে বিউটির মাথার চুল কেটে নেয়।
অভিযোগ সূত্রে জানা গেছে, সুলতান বিভিন্ন সময়ে বিভিন্ন অজুহাতে তার স্ত্রী বিউটিকে মারধর সহ আভিনব কায়দায় নির্যাতন করে আসছিল। আহত ও নির্যাতিত বিউটি বেগম ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে নির্যাতিত বিউটির বাবা মকলেছার রহমান বাদী হয়ে ক্ষেতলাল থানায় ৩ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছেন।
ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, থানায় বিউটির বাবা বাদী হয়ে একটি মামলা করেছে। একজন আসামীকে আটক করা হয়েছে। অন্য ২ জনকে আটকের অভিযান চলছে।