কেন্দ্রিয় উপ কমিটির সদস্য হওয়ায় লক্ষীপুরের মামুনকে নিয়ে তোলপাড়

|| সারাবেলা প্রতিনিধি, লক্ষীপুর ||

বাংলাদেশ আওয়ামী লীগের নবগঠিত কৃষি ও সমবায় উপ-কমিটিতে স্থান পেয়েছেন লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ চরউভূতি গ্রামের আবদুল্লা আল মামুন। সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোড়ন তুলেছে এই খবর। সৃষ্টি করেছে। অনেকেই প্রশ্ন তুলেছেন তার এমন পদ পাওয়া নিয়ে। গেলো ২৮শে ডিসেম্বর দুপুরে জনৈক মো. হোসানুর রশিদ সাগর তার  ফেইসবুকে লিখেছেন আবদুল্লা আল মামুন যাকে বিগত ১১ থেকে ১২ বছর আগে প্রতারক হিসেবে ধরিয়ে দেওয়ার পোস্টার সাঁটানো হয়েছিল লক্ষ্মীপুর সদর উপজেলার ভবাণীগঞ্জ ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান কিংবা এলাকায়। মামুন ওই সময়ে রামগতি সংরক্ষিত আসনে এমপি ফরিদুন্নাহার লাইলি ও সাবেক ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন বকুলের নাম ব্যবহার করে নিরীহ মানুষের জমি ও নগদ অর্থ মেরে দেওয়ার তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়। এসব কারণে তাকে কারাভোগও করতে হয়েছে।

ছবি: সংবাদ সারাবেলা

কিন্তু এখন সে আওয়ামী লীগের নবগঠিত কৃষি ও সমবায় উপকমিটির সদস্য হয়েছে। এই মামুন যেন এই পদের বদৌলতে কারো কাছ থেকে বদলি ও তদবিরের নামে কোন ধরনের অর্থ হাতিয়ে নিতে না পারে সে ব্যাপারে সকলকে সর্তক থাকার আহবান জানান।

পোষ্ট দেওয়া মো. হোসাইন রশিদ সাগর নিজেকে ভবাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক আহবায়ক হিসেবে পরিচয় দিয়েছেন। এ দিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে গেছে। অনেকে আবদুল্লা আল মামুনের নতুন পদ পদবী পাওয়া নিয়ে বিরুপ মন্তব্যও করেছেন। লাহারকান্দি ইউনিয়ন যুবলীগ নেতা মো. তফসির লিখেছেন এই মামুন অনেক আগ থেকে এ ধরনের বাটপারি করে।

ফয়েজ আহমদ রবিন লিখেছেন ওরে বাটপার। কৃষকলীগ নেতা মো. রাজু আহমেদ লিখেছেন হায় হায় কয় কি। মো. কামাল লিখেছেন, কিছু লোক তাকে মাথায় নিয়ে নাচে। মামুনকে উপ-কমিটিতে অন্তর্ভুক্ত করায় সমালোচনা করেছেন জনৈক মামুন।

ভবাণীগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগ মুজিব সেনা আইডি থেকে লেখা হয়েছে বাটপার চোর মামুন এ ভাবে সামাজিক যোগাযোগের মাধ্যমে মামুন কে নিয়ে ঝড় ওঠে। এ দিকে এসব অভিযোগের ব্যাপারে নব গঠিত কৃষি ও সমবায় উপকমিটির সদস্য আবদুল্লা আল মামুনের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।

তবে খোঁজ নিয়ে জানা গেছে আওয়ামী লীগের কেন্দ্রিয় কমিটির কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক সাবেক এমপি ফরিদুন্নাহার লাইলি ঘনিষ্ঠ হিসেবে মামুন নতুন এই পদ পেয়েছে বলে একটি বিশস্তসূত্র জানিয়েছে।

 

 

সংবাদ সারাদিন