|| সারাবেলা প্রতিনিধি, বরিশাল ||
জেলার কুয়াকাটা পৌর এলাকার নবীনপুর গ্রামের কচ্ছপখালী খাল দখলে সৃষ্ট জলাবদ্ধতা নিরসন দাবিতে রোববার সন্ধ্যায় স্থানীয় প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন করেছে ক্ষতিগ্রস্থরা। সমস্যা সমাধানে তারা সংসদ সদস্যকে স্মারকলিপিও দেন।
কচ্ছপখালি খাল পুনরুদ্ধার কমিটির উদ্যোগে অনুষ্ঠিত এই মানববন্ধনে সংহতি জানিয়ে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মহিববুর রহমান খাল উদ্ধার কাজে স্থানীয়দের পাশে থাকার আশ্বাস দেন। তাৎক্ষনিক এমপি মুহিব কুয়াকাটা পৌর মেয়র আব্দুল বারেক মোল্লাকে বিষয়টি সমাধানের উদ্যোগ নিতে বলেন। পৌর মেয়র খালের পানির প্রবাহ সচল রাখতে আগামী দুই মাসের মধ্যে একটি কালভার্ট নির্মাণের প্রতিশ্রুতি দেন।
অন্যদিকে পৌর কাউন্সিলর পান্না হাওলাদারের নেতৃত্বে আরেক পক্ষ খাল পুনরুদ্ধার কমিটির বিরুদ্ধে সরকারী রাস্তার উন্নয়ন কাজ চার মাস ধরে বন্ধ করে রাখার অভিযোগ করেন এমপির কাছে।
মানববন্ধন শেষে স্থানীয় সংসদ সদস্যের কাছে দেওয়া স্মারকলিপিতে কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটি ৫টি দাবী জানান। দাবী গুলো হলো ১. কচ্ছপখালী খালের সীমানা জরিপ এবং সরকারী ম্যাপ তৈরি করে রেকর্ডে অন্তর্ভূক্ত করা
২. সরকার ঘোষণা করুক,পুর্বের খালের জমির চিত্র পরিবর্তন করা যাবে না। ইতোমধ্যেই যে সমস্ত জমির চিত্র পরিবর্তন করা হয়েছে,তা সংশোধন করতে হবে
৩. খালের প্রবাহমান পানি নিস্কাশনের ব্যবস্থা করতে হবে এবং তিনটি বাঁধ কেটে দিয়ে একটি বাঁধে স্লুইস গেট বা কালভার্ট নির্মাণ করতে হবে
৪. কালভার্ট করার জন্য জনগনের চলাচল উপযোগী বিকল্প একটি সরকারী রাস্তা (যা ব্যক্তি মালিকানাধীণ তারকাটার বেড়া দেওয়া আছে) ব্যবস্থা করতে হবে
৫. খালটি গভীরতা বাড়াতে খনন করতে হবে। যাতে কৃষকরা সেচের কাজে খালের পানি ব্যবহার করতে পারেন এবং কৃষি কাজ শুরু করা যায় এবং
৬. পৌর এলাকার পরিবেশ রক্ষার জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।
মানববন্ধন থেকে কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটির আহবায়ক শাহজাহান মৃধা বলেন, কয়েক বছর ধরে একটি স্বার্থান্বেষী মহল খালে বাঁধ দিয়ে মাছ চাষ করে আসছে। যাদের নামে প্রবাহমান খাল ভূমিহীন বন্দোবস্ত দেয়া হয়েছে। তারা খালটি ভোগদখল করছে না। ভোগদখল করছে একটি প্রভাবশালী মহল।
শাহজাহান মৃধা আরও বলেন, খাল বন্দোবস্ত গ্রহিতারা খালের বন্দোবস্ত বাতিল করে অন্য জায়গা থেকে জমি দেয়ার জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছে। অথচ খালটি ভোগদখল ও মাছ চাষ করছে প্রভাবশালী একটি মহল। খালে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারনে কচ্ছপখালী, আজিমপুর,দোভাসী পাড়া,নবীনপুর,পাঞ্জুপাড়া ও থঞ্জুপাড়া গ্রামে জলাবদ্ধায় কয়েক হাজার একর ফসলি জমি ও বাড়িঘর তলিয়ে গিয়ে ক্ষতিগ্রস্থ হচ্ছে এসব গ্রামবাসী।
খালের উপর থাকা বাঁধ কেটে দিয়ে পানির প্রবাহ সচল করার দাবী জানান কচ্ছপখালী খাল পুনরুদ্ধার কমিটি।