কুড়িগ্রামে হলো পুলিশ বীর মুক্তিযোদ্ধা গ্রন্থাগার ও স্মৃতিসংগ্রহশালা

জেলায় পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা, গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া, মেহমানখানার উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে সংবর্ধনা দেওয়া হয়েছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

জেলায় পুলিশ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি সংগ্রহশালা, গ্রন্থাগার, ক্যাফেটেরিয়া, মেহমানখানার উদ্বোধন করা হয়েছে। একইসঙ্গে সংবর্ধনা দেওয়া হয়েছে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদেরকে। শুক্রবার দুপুরে জেলা পুলিশের উদ্যোগে পুলিশ লাইন মাঠে উদ্বোধন ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম।

এসময় পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খাঁন বিপিএম’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, রংপুর আর আর এফ কমান্ড্যান্ট মেহেদুল করিম পিপিএম, লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরবিক্রম শওকত আলী সরকার, বীরপ্রতিক আব্দুল হাই, সাবেক এএসপি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীর মুক্তিযোদ্ধা হারুন- অর-রশিদ লাল, কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ।

অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতা, মুক্তিযুদ্ধের সংগঠক, বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের স্মরণ করা হয়। এসময় জেলা পুলিশের পক্ষ থেকে জেলার ১৩৭ জন পুলিশ বীরমুক্তিযোদ্ধাকে স্মরণ করে রাখতে বিশেষ সংগ্রহশালায় তাদের বীরত্বগাঁথা স্মৃতি ও তথ্য সংরক্ষণ করা হয়।

 

সংবাদ সারাদিন