|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রাম স্টেডিয়ামে শনিবার ১৩ই মার্চ থেকে শুরু হচ্ছে বঙ্গবন্ধু ১৮তম আন্ত:জেলা মহিলা ভলিবল প্রতিযোগিতা।
উপলক্ষে শুক্রবার ১২ই মার্চ সকাল সাড়ে ১১টায় জেলা ক্রীড়া সংস্থার মিলনায়তনে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু, মহিলা ভলিবল কমিটির চেয়ারম্যান ও কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাঈদ হাসান লোবান, কুড়িগ্রাম প্রেস ক্লাব সভাপতি আহসান হাবিব নিলু প্রমুখ।
ব্রিফিংয়ে জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও জেলা ক্রীড়া সংস্থার সাথে সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, জাতীয় পর্যায়ের ২০২১ সালের মহিলা ভলিবলের এ আয়োজন এবার কুড়িগ্রামে অনুষ্ঠিত হবে। চারদিনের এ প্রতিযোগিতায় ১২টি জেলার মহিলা ভলিবল দল অংশ নেবে।
শনিবার সকাল সাড়ে ৭টা থেকে খেলা শুরু হলেও বিকেল ৩টায় এ খেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্রাচার্য্য।