কুড়িগ্রামে মাস্ক পরানোসহ স্বাস্থ্যবিধি নিয়ে প্রচারণা শুরু

শীতে বাড়বে করোনাভাইরাসের সংক্রমণ। এই আশঙ্কা আমলে নিয়ে ইতোমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে মানুষকে মাস্ক পরানোসহ দরকারি স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনিক নানা উদ্যোগ। সরকারের দেয়া কর্মসূচি ‘নো মাস্ক নো সার্ভিস’ শুরু করা হলেও মানুষ তাতে খুব একটা গা করছেন না।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

শীতে বাড়বে করোনাভাইরাসের সংক্রমণ। এই আশঙ্কা আমলে নিয়ে ইতোমধ্যেই দেশজুড়ে শুরু হয়েছে মানুষকে মাস্ক পরানোসহ দরকারি স্বাস্থ্যবিধি মানাতে প্রশাসনিক নানা উদ্যোগ। সরকারের দেয়া কর্মসূচি ‘নো মাস্ক নো সার্ভিস’ শুরু করা হলেও মানুষ তাতে খুব একটা গা করছেন না।

এই কারনে কোভিড-১৯ সংক্রমণের দ্বিতীয় ঝুঁকি মোকাবেলায় কুড়িগ্রামের সকল সরকারি বেসরকারি অফিসে একযোগে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক ও স্বাস্থ্যবিধি মানতে প্রচার-প্রচারণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় একযোগে জেলার ৯ উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও জেলা পুলিশের উদ্যোগে এ কর্মসূচি সফল করতে একযোগে উপজেলা ও জেলা প্রশাসনসহ সকল নিজ নিজ অফিসের সামনে ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের সামনেসহ নিজ নিজ অফিসের সামনে বেলা ১২টা থেকে ১২টা ২০মিনিট পর্যন্ত এ কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খাঁন, অতিরিক্ত জেলা প্রশাসক মো: হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, সদর উপজেলা নির্বাহী অফিসার নীলুফা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল কুমার রায় ও কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি এড. আহসান হাবীব নীলুসহ বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ এবং অন্যান্য জেলা উপজেলা পর্যায়ের কর্মকর্তা কর্মচারিবৃন্দ।

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম বলেন, আসছে শীতে করোনা ভাইরাসের দ্বিতীয় ঝুঁকি যেমনটি আমাদের উদ্বেগ বািড়য়েছে তেমনি শঙ্কাটাও বেড়েছে। সরকারের সিদ্ধান্ত মতো আমরা কুড়িগ্রাম জেলায় মাস্ক ব্যবহার নিশ্চিতসহ স্বাস্থ্যবিধি মানতে ও মানাতে জেলা পর্যায়ের সকল সরকারী ও বেসরকারী দপ্তরের সকল কর্মকর্তা কর্মচারী আজকের দিনের ১২টার সময় আমরা সকলেই দাঁড়িয়েছি। আজকের এ শোডাউনের জন্য সামাজিকভাবে একটি প্রভাব পড়বে যাতে সবাই সচেতন হয়।

এছাড়াও তিনি বলেন, ভ্রাম্যমান আদালত আজকের প্রচারণার পরে কঠোরভাবে পরিচালনা করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন