|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রামের ফুলবাড়ীতে গোপন অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারী এক পল্লী চিকিৎসককে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
আটককৃত পল্লী চিকিৎসকের নাম আব্দুল লতিফ (৫৪)। তিনি উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর গ্রামের ডাক্তারটারি গ্রামের মৃত আজিজার রহমান ওরফে গ্যাদা ব্যাপারীর ছেলে।
রোববার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে গ্রেফতার দেখিয়ে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। পরে বিকেলে তাকে বিজ্ঞ বিচারক জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
পুলিশ জানায়, রোববার ভোর রাত সোয়া ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের একটি দল ফুলবাড়ী উপজেলার অনন্তপুর এলাকার ডাক্তার টারি গ্রামের আব্দুল লতিফের বাড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজা ও ১৯০ পিচ ইয়াবাসহ তাকে হাতে নাতে আটক করে। পরে ফুলবাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজিব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত আব্দুল লতিফ দীর্ঘদিন থেকে পল্লী চিকিৎসকের নামে মাদক ব্যবসা চালিয়ে আসছেন।