|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যুদ্ধখেতাব “বীর উত্তম” বাতিল প্রক্রিয়ার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে কুড়িগ্রাম জেলা বিএনপি। বুধবার দুপুরে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম দাদা মোড়ে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হলে পুলিশী বাধার মুখে পড়েন নেতাকর্মীরা। পরে কার্যালয় প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, সহ-সাধারণ সম্পাদক ইদ্রিস আলী, সহ-সাধারণ সম্পাদক, মোসলেম উদ্দিন মোল্লা দুলাল, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, জামিল আহমেদ, হেদায়েত হোসেন এলিচ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুগ্ম সম্পাদক রফিক রানা, জেলা যুবদল সভাপতি রায়হান কবির, সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রজব, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আল হামিদুজ্জামান হামিদ, আজিজুল হক, কাজল আহমেদ, পৌর যুবদলের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শিমুল, জেলা ছাত্রদলের সভাপতি আমিমুল ইহসান, যুগ্ম সাধারন সম্পাদক সারোয়ার আহমেদ শাওন, সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল আরমান সহ জেলা বিএনপি ও বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশ আজ মাফিয়া ডন দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, দেশের স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ৫০ বছর আগে জিয়াউর রহমানকে যে “বীর উত্তম” খেতাব দেয়া হয়েছে তা বাতিলের ঘোষণার মাধ্যমে সরকার মুক্তিযুদ্ধের ইতিহাসকে ভুলন্ঠিত করতে চায় আর মানুষের দৃষ্টি ভিন্ন দিকে ঘোরাতে চায়। এজন্য সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে আগামী আন্দোলন সংগ্রাম করার আহবান জানান তারা।