কুড়িগ্রামে খোলা জায়গায় সন্তান জন্ম দিলেন মানষিক ভারসাম্যহীন এক মা

নবজাতকের ওজন ১ কেজির একটু বেশি, আশংকাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, কুড়িগ্রাম ||

কুড়িগ্রাম পৌরসভার জয়বাংলা মোড়ের খোলা জায়গায় সন্তান জন্ম দিয়েছেন মানষিক ভারসাম্যহীন এক মা। শনিবার ২৭শে মার্চ ভোররাতে ঐ মায়ের সন্তান প্রসবের ঘটনাটি স্থানীয়দের চোখে পড়লে তারা পুলিশে খবর দেন। পরে পুলিশ রাতেই ঘটনাস্থলে থেকে মূমুর্ষ অবস্থায় মা ও নবজাতককে উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে ভর্তি করে। ওই নারী তার নাম ঠিকানা কিছুই বলতে পারছে না।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে সিনিয়র কনসাল্টেন্ট ডা. মো. মোকতার হোসেন জানান, নবজাতকের ওজন ১ কেজির একটু বেশি, আশংকাজনক অবস্থায় রয়েছে। তবে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, মানষিক ভারসাম্যহীন এই নারী কয়েক বছর ধরে শহরের বিভিন্ন বাজার ও রাস্তায় ঘুরে বেড়াতেন। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মোহাম্মদ শাহরিয়ার জানান, মানসিক ভারসাম্যহীন নারী একটি ছেলে বাচ্চা প্রসব করেছেন। খবর পেয়ে দ্রুত পুলিশ পাঠিয়ে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে পুলিশ রয়েছে যাতে কেউ বাচ্চাটি নিয়ে যেতে না পারে। এরই মধ্যে অনেকে বাচ্চাটি নেয়ার আগ্রহ প্রকাশ করেছে। নারী ও তার সন্তানের চিকিৎসার জন্য সবধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।

সংবাদ সারাদিন