কুষ্টিয়ায় নিজ হাতে করোনা টিকা পুশ করলেন উপজেলা চেয়ারম্যান

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান নিজ হাতে একজন নয় পরপর তিনজনকে করোনা টিকা পুশ করে রাষ্ট্রিয় এই কর্মসূচির উদ্বোধন করেন।

|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||

চিকিৎসক কিংবা নার্স নয়, করোনার টিকা পুশ করলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান। ব্যতিক্রমি ও অতি উৎসাহি এই ঘটনাটি ঘটেছে রোববার ৭ই ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে ।

উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান খান নিজ হাতে একজন নয় পরপর তিনজনকে করোনা টিকা পুশ করে রাষ্ট্রিয় এই কর্মসূচির উদ্বোধন করেন। উপজেলা চেয়ারম্যানের এমন অতিউৎসাহি কান্ডের  ছবি এবং ভিডিও ইতোমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ছবিতে তার পাশেই নার্স-চিকিৎসকদের দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

কুষ্টিয়ার সিভিল সার্জন ডা. এএইচএম আনোয়ারুল ইসলাম বলেন, করোনার টিকা পুশ করার জন্য নার্সদের বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। কোনো ভাবেই উপজেলা চেয়ারম্যান এটি করতে পারেন না। কারণ, প্রশিক্ষিত নার্স বা চিকিৎসক ছাড়া অন্য কেউ টিকা প্রয়োগ করলে সমস্যা হতে পারে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার বেলা ১১টার দিকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কেন্দ্রে করোনা টিকা দেওয়া শুরু হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক, নার্স ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন। এ সময় সিরিঞ্জ হাতে নিয়ে তিনজনের শরীরে টিকা পুশ করেন উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান। এ সময় নার্স ও চিকিৎসকেরা তাকে সহায়তা করেন।

উপজেলা পরিষদ চেয়ারম্যানের টিকা পুশ করার ছবি ও ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে তাকে টিকা পুশ করতে দেখা যায়।

উপজেলা পরিষদের চেয়ারম্যান যে তিনজনের শরীরে করোনার টিকা পুশ করেছেন তারা হলেন- কুমারখালী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী মোখলেছুর রহমান ও স্থানীয় সাংবাদিক কে এম আর শাহীন।

কুমারখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আকুল উদ্দিন বলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান খান সিরিঞ্জ হাতে ধরে ছিলেন, পুশ করেননি। ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তিনি টিকা পুশ করছেন- এমন কথা বলার পর তিনি বলেন, ঘটনার সময় আমি ওই কক্ষের বাইরে ছিলাম।

এ ব্যাপার আব্দুল মান্নান খানের সাথে যোগাযোগ করা হলে তার সাথে কথা বলা যায়নি।

উপজেলা পরিষদের চেয়ারম্যানের কাছ থেকে টিকা নেওয়ার বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী বলেন, আমি ভয়ে অন্যদিকে তাকিয়ে ছিলাম। পরে শুনেছি উপজেলা চেয়ারম্যান টিকা পুশ করেছেন।

 

 

সংবাদ সারাদিন