কুষ্টিয়া ড্রামট্রাক চাপায় শ্রমিক নিহতে ক্ষুব্ধ মানুষ ট্রাক ভাংচুর

কুষ্টিয়া মিরপুর নওপাড়ায় ড্রাম ট্রাকের চাপায় চাদু প্রামানিক (৫৮) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন। বুধবার ৩রা ফেব্রুয়ারী  সকালে মিরপুর নওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||

কুষ্টিয়ার মিরপুর নওপাড়ায় ড্রাম ট্রাকের চাপায় চাদু প্রামানিক (৫৮) নামে একজন শ্রমিক নিহত হয়েছেন।

বুধবার ৩রা ফেব্রুয়ারী  সকালে মিরপুর নওপাড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইটভাটা শ্রমিক চাদু আলী মল্লিক পৌরসভার নওপাড়া মহল্লার মৃত আজিজুল ইসলাম মল্লিকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় ভোরে চাদু বাইসাইকেল যোগে ভাটায় যাচ্ছিলো। এ সময় কুষ্টিয়াগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলের তার মৃত্যু হয়।

এঘটনায় পরে বিক্ষুব্ধ জনগণ রাস্তা অবরদ্ধ করে ৩টি ড্রাম ট্রাক ভাংচুর করেন। মিরপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং ঘটনাস্থল থেকে নিহত চাদু প্রামানিকের লাশ উদ্ধার করে ময়নাতন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

মিরপুর থানার ওসি গোলাম মোস্তফা জানান, ড্রাম ট্রাকের চাপায় একজনের নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং ঘটনাস্থল থেকে উক্ত ড্রাম ট্রাকটি পালিয়ে যায়। এরই জের ধরে এলাকাবাসী রাস্তা অবরুদ্ধ করে তিনটি ড্রাম ট্রাকটি ভাংচুর করেছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। তদন্ত সাপেক্ষে তাদেরকে আইনের আওতায় আনা হবে।

সংবাদ সারাদিন