কুষ্টিয়ায় ট্রেন দূর্ঘটনায় তদন্ত কমিটি পিডব্লিউআই কর্মকর্তা বরখাস্ত

‘উদ্ধার ও দুর্ঘটনার কারণ খুঁজতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মণ্ডল। রেলওয়ের নিয়মানুযায়ী অন দ্যা স্পট তদন্ত রিপোর্ট নেয়া হবে।’

|| সারাবেলা প্রতিনিধি, কুষ্টিয়া ||

কুষ্টিয়া স্টেশনসংলগ্ন মিলপাড়া এলাকায়  মালবাহী ট্রেনের  সঙ্গে রেলওয়ে ট্রলির সংঘর্ষের ঘটনার কারণ খুঁজতে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এ ঘটনায় সাময়িক বরখাস্ত করা হয়েছে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে । 

শুক্রবার দুপুর দেড়টার দিকে গমভর্তি মালবাহী ট্রেনটি মোট ২২টি বগি নিয়ে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে ফরিদপুরের দিকে যাচ্ছিল। কুষ্টিয়া স্টেশনসঙলগ্ন মিলপাড়া এলাকায় পৌঁছলে ট্রেনের সঙ্গে রেলওয়ে ট্রলির সংঘর্ষ হয়। এতে কেউ হতাহত না হলেও মালবাহী ট্রেনের মাঝের পাঁচটি বগি লাইনচ্যুত হয়।

পাকশী বিভাগীয় রেল ব্যবস্থাপক শাহিদুল ইসলাম বলেন, ‘উদ্ধার ও দুর্ঘটনার কারণ খুঁজতে পাঁচ সদস্যের কমিটি করা হয়েছে। এতে নেতৃত্ব দিচ্ছেন বিভাগীয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার আশীষ কুমার মণ্ডল। রেলওয়ের নিয়মানুযায়ী অন দ্যা স্পট তদন্ত রিপোর্ট নেয়া হবে।’

তিনি বলেন, ‘প্রাথমিকভাবে আমরা জানতে পারি রেল বোঝাই পুশ ট্রলি মূল লাইনের ওপর তোলা হয়। এমনটি কথা ছিল না। এ কারণে পার্মানেন্ট ওয়ে ইন্সপেক্টর (পিডব্লিউআই) সাইফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। রাজবাড়ীর দিকে রেলের সেকশনে কাজ করার জন্য এই রেল পুশ ট্রলিতে করে নেয়ার কথা ছিল।’

পোড়াদহ-গোয়ালন্দ এবং রাজশাহী-টুঙ্গীপাড়া দুটি রুটে একটি এক্সপ্রেসসহ মোট চারটি ট্রেন এই পথ দিয়ে দিনে ১০ বার আসা যাওয়া করে। এদিকে  শুক্রবার  ৫ই মার্চ বিকেলে ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন আসার পর এ উদ্ধার কাজ শুরু  হয়েছে । দুর্ঘটনার কারণে কুষ্টিয়া থেকে রাজবাড়ী সঙ্গে  সকল ট্রেন যোগাযোগ বন্ধ রয়েছে।

সংবাদ সারাদিন