কুমিল্লা টাউন হল পুরাকীর্তি হবে কিনা সেই প্রশ্নে অনুষ্ঠিত হলো গনশুনানী

কুমিল্লার ‘বীরচন্দ্র গণ-পাঠাগার ও নগর মিলায়তন পুরাকীর্তি হবে নাকি এটি ভেঙ্গে আধুনিক ভবন নির্মিত হবে’ তার মিমাংসা করতে অনুষ্ঠিত হলো গণশুনানী।

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

কুমিল্লার ‘বীরচন্দ্র গণ-পাঠাগার ও নগর মিলায়তন পুরাকীর্তি হবে নাকি এটি ভেঙ্গে আধুনিক ভবন নির্মিত হবে’ তার মিমাংসা করতে অনুষ্ঠিত হলো গণশুনানী। শনিবার সকাল সাড়ে ১১ টায় টাউন হল মুক্তমঞ্চে অনুষ্ঠিত গণ-শুনানীতে সভাপতিত্ব করেন, সংস্কৃতি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব ও বিশেষজ্ঞ কমিটির আহবায়ক মো. আবদুল মান্নান ইলিয়াস।

এ সময় উপস্থিত ছিলেন, কমিটির সদস্য- কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আলহাজ্ব আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর, সিটি মেয়র মনিরুল হক সাক্কু, মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক আরফানুল হক রিফাত। এতে কুমিল্লার সর্বস্তরের জনগণ অংশ নেন এবং তাদের মতামত দেন।

সংবাদ সারাদিন