কুমিল্লায় ৩৭শ’ গবাদিপশুকে বিনামূল্যে চিকিৎসা দিলো সেনাবাহিনী

বিনা পয়সায় চিকিৎসাসেবা পেলো কুমিল্লা অঞ্চলের প্রায় ৩৭শ’ গবাদিপশু। সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল এবং মিলিটারি ফার্ম কুমিল্লার ব্যাবস্থাপনায় জেলার চান্দিনা উপজেলায় ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে এই সেবা দেওয়া হয়।

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

বিনা পয়সায় চিকিৎসাসেবা পেলো কুমিল্লা অঞ্চলের প্রায় ৩৭শ’ গবাদিপশু। সেনাবাহিনীর কুমিল্লা অঞ্চল এবং মিলিটারি ফার্ম কুমিল্লার ব্যাবস্থাপনায় জেলার চান্দিনা উপজেলায় ফ্রি ভেটেরিনারি ক্যাম্পে এই সেবা দেওয়া হয়।

সোমবার উপজেলার এতবারপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সারাদিন ধরে ওই ভেটেরিনারি ক্যাম্পে ৩৭শ’ গবাদিপশুকে বিনামূল্য চিকিৎসা সেবা দেওয়া হয়। বিনামূল্যে এই সেবা পেয়ে খামারি ও কৃষকরাও বেশ খুশি।নিয়মিত এই সেবা দেওয়ার অনুরোধ জানিয়েছেন তারা।

চার সপ্তাহ ধরে চলমান শীতকালীন প্রশিক্ষণে সেনাবাহিনীর সদস্যরা সামাজিক দায়বদ্ধতা থেকে প্রশিক্ষণের পাশাপাশি স্থানীয় হতদরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ, ফ্রি মেডিকেল ক্যাম্পসহ বিভিন্ন কল্যাণমূলক কর্মকান্ড করছেন। তারই ধারাবাহিকতায় চান্দিনায় প্রান্তিক জনগোষ্ঠির ১ হাজার গরু, ১০টি ঘোড়া, ৪০০টি ছাগল, ৫০টি ভেড়া, ১ হাজার ৫০০টি মুরগী, ৫০০টি হাঁসসহ মোট ৩ হাজার ৭শ’ গবাদিপশুকে বিনামূল্যে টিকা, কৃমিনাশক ওষুধ ও অন্যান্য রোগের চিকিৎসা দেয়া হয়। তাছাড়া খামার ব্যাবস্থাপনা, খামারের জৈব নিরাপত্তা বাড়ানো, গবাদি পশু অর্গানিক উপায়ে মোটাতাজাকরণসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হয়ে খামারিদের।

মিলিটারি ফার্ম কুমিল্লার সার্বিক ব্যবস্থাপনায় এবং জেলা প্রাণীসম্পদ বিভাগের সহযোগিতায় পরিচালিত ক্যাম্পেইনের উদ্বোধন করেন লে.কর্নেল মনজুর এলাহী। এ সময় উপস্থিত ছিলেন লে. কর্নেল সাখাওয়াত, মেজর ওমর ফারুক, ক্যাপ্টেন মো. মিজানুর রহমান প্রমুখ।

সংবাদ সারাদিন