কুমিল্লায় ২৭ হাজার ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ী আটক

কুমিল্লার সদর দক্ষিন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব।

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

কুমিল্লার সদর দক্ষিন এলাকায় অভিযান চালিয়ে ট্রাকভর্তি বিপুল পরিমান ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব। র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল শুক্রবার ১৮ই ডিসেম্বর ভোর রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার সুয়াগঞ্জ বাজারের হোটেল রায়হান স্টোরের সামনে বিশেষ এই অভিযান চালায়।

অভিযানে চটগ্রাম থেকে ঢাকামুখি একটি ট্রাক আটক করা হয়। ট্রাক থেকে ২৭ হাজার ৪০ পিস ইয়াবা ও তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটক মাদক ব্যবসায়ীরা হলেন- নোয়াখালী জেলার হাতিয়া থানার বীরবীরি গ্রামের সাইফুল ইসলাম এর ছেলে মো. মেহেরাজ হোসেন (২৪), কক্সবাজার জেলার টেকনাফ থানার কচুবনিয়া গ্রামের জহির আহম্মেদের ছেলে মো. মহিউদ্দিন (১৯) ও চট্টগ্রাম জেলার বাশখালী থানার শেখের খিল গ্রামের মৃত লালু মিয়ার ছেলে মো. আমির হোসেন (২৬)।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধান ও আটক মাদক ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ইয়াবাসহ বিভিন্ন মাদক বেচাকেনা ও সরবরাহ করে আসছিল। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটিও জব্দ করা হয়।

আটক অভিযুক্তদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

সংবাদ সারাদিন