|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||
কুমিল্লার চৌদ্দগ্রামে মালবাহী লরির ধাক্কায় ট্রাক উল্টে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীর উপর গিয়ে পড়ে মর্মান্তিক দূর্ঘটনা সংগঠিত হয়েছে। এতে তিনজন নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হাইওয়ে পুলিশ।
নিহতরা হলেন, লরির চালক (৩৫), ট্রাকের হেলপার (৫০) এবং দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী (৩৫)।
মঙ্গলবার ২০শে এপ্রিল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আটগ্রাম রাস্তার মাথায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
চৌদ্দগ্রাম মিয়াবাজার হাইওয়ে থানার এসআই মোঃ আইয়ুব আলী জানান, মঙ্গলবার সকাল সাড়ে দশটার দিকে ঢাকামুখী একটি লরি আরেকটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দিলে ট্রাকটি উল্টে সড়কের পাশে দাড়িয়ে থাকা এক মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
এ দুর্ঘটনায় সময় লরির চালক, দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল আরোহী ও ট্রাকের হেলপার নিহত হয়। তাৎক্ষণিক ভাবে নিহতদের নাম