|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||
কুমিল্লা জেলা পুলিশের আয়োজনে সোমবার সকালে কুমিল্লা পুলিশ লাইন হল রুমে বীর মুক্তিযোদ্ধা পুলিশ সদস্যগণদের সংবর্ধনা দেয়া হয়েছে।
সংবর্ধনা অনুষ্ঠানে কুমিল্লা জেলা পুলিশ সুপার পিপিএম সৈয়দ নুরুল ইসলামের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার তানভির সালেহীন ইমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- বিপিএম (বার) পিপিএম চট্টগ্রাম রেঞ্জ ডিআই জি মো. আনোয়ার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে ১৯৭১ সালের দীর্ঘ নয় মাস মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরতে গিয়ে তাতে পুলিশ বাহিনীর ভূমিকার কথা জানান। বলেন, কোন প্রেক্ষাপটে যুদ্ধ হয়েছিল, কেন হয়েছিল। তিনি নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের অবদানের কথা জানাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া ওপর গুরুত্ব দেন।