কুমিল্লায় বাসে আগুনে মামলা হলো মালিক-চালকের বিরুদ্ধে

এখনও কোনো তদন্ত কমিটি হয়নি। তবে জেলা প্রশাসকের নির্দেশে নিহতদের পরিবারকে ২০ হাজার করে এবং আহত নয়জনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

সিলিন্ডার বিস্ফোরণ নয়, ইঞ্জিনে ত্রুটির কারণেই আগুন লাগে

|| সারাবেলা প্রতিনিধি, কুমিল্লা ||

কুমিল্লার দাউদকান্দিতে চলন্ত বাসে আগুন লেগে দুজন নিহতের ঘটনায় চালক ও বাস মালিকের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। মতলব সার্ভিসের ওই বাসের মালিক মিজানুর রহমান ও চালকের বিরুদ্ধে শুক্রবার মামলা করা হয়। চালকের পরিচয় এখনও জানা যায়নি। দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, নিহত দুজনের মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা-চট্টগাম মহাসড়কের গৌরীপুর বাসস্ট্যান্ড এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বাসটিতে আগুন লাগে। এ সময় বাসের ভেতরেই দগ্ধ হয়ে মারা যান চার বছরের সাফিন ও ৭৫ বছরের রফিকুল ইসলাম। আহত হন অন্তত ২১ জন।

দাউদকান্দি ফায়ার স্টেশন কর্মকর্তা ফয়েজ আহমেদ জানান, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে শর্টসার্কিট থেকে এই ঘটনা ঘটেছে। বাসের সিলিন্ডারগুলো অক্ষত রয়েছে জানিয়ে তিনি বলেন, সিলিন্ডার বিস্ফোরণ হলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ উড়ে গিয়ে বিভিন্ন স্থানে পড়ত।’

প্রত্যক্ষদর্শী আবু মুসা জানান, ‘হঠাৎ করেই চোখে পড়ে বাসটির সামনে অংশ আগুনে জ্বলছে। কিছুদূর যাওয়ার পর আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ সময় দেখলাম যাত্রীরা চিৎকার করছে। কেউ কেউ বাসের জানালার কাঁচ ভেঙে লাফিয়ে পড়ছেন।’

আরেক প্রত্যক্ষদর্শী ব্যবসায়ী আবদুল জলিল বলেন, ‘বিস্ফোরণের কোনো আওয়াজ পাইনি। তবে মানুষজনের চিৎকারের কারণে দৌঁড়ে কাছে যাই। এ সময় আগুনের যথেষ্ট তাপ ছিল। কাছে যাওয়ার সাহস পাইনি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল ইসলাম খান জানান, এ ঘটনায় এখনও কোনো তদন্ত কমিটি হয়নি। তবে জেলা প্রশাসকের নির্দেশে নিহতদের পরিবারকে ২০ হাজার করে এবং আহত নয়জনের পরিবারকে ১০ হাজার করে টাকা দেয়া হয়েছে।

সংবাদ সারাদিন