কিশোরগঞ্জে করোনায় প্রথম মৃত্যুতে দুই ইউনিয়ন অবরুদ্ধ

অনলাইন প্রতিনিধি, কিশোরগঞ্জ
কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে এই প্রথম একজন মারা গেছেন। এতে জেলার করিমগঞ্জের দু’টি ইউনিয়ন কাদিরজঙ্গল ও জাফরাবাদ অবরুদ্ধ ঘোষণা করেছে প্রশাসন। বুধবার ৮ই এপ্রিল সকালে কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান এই তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, ঢাকা থেকে করিমগঞ্জে গ্রামের বাড়িতে এসে মারা যাওয়া ব্যবসায়ী করোনা আক্রান্ত ছিলেন। তার কোভিড-১৯ পজিটিভ ছিলো। ফলে এই প্রথম কিশোরগঞ্জ জেলায় করোনা পজিটিভ শনাক্ত হলো।
করিমগঞ্জ উপজেলার জঙ্গলবাড়ি মুসলিমপাড়ার ৪৭ বছর বয়সী ওই ব্যক্তি রাজধানী ঢাকায় একটি মুদি দোকান চালাতেন। সোমবার ৬ই এপ্রিল ভোর রাতে মারা যাওয়ার সপ্তাহখানেক আগে তিনি গ্রামের বাড়িতে ফেরেন। তিনি জ্বর এবং সর্দি-কাশিতে ভুগছিলেন। দাফনের আগে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করে ওই দিনই পরীক্ষার জন্য ঢাকার পাবলিক হেলথ ইনস্টিটিউটের ল্যারটেরিতে পাঠানো হয়েছিল।
নমুনা পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মারা যাওয়া ওই ব্যক্তির দাফনে জড়িত ব্যক্তিদের কোয়ারেন্টাইনে নেয়াসহ তার সংস্পর্শে আসা ব্যক্তিদের চিহ্নিত করে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান সিভিল সার্জন।
জেলা প্রশাসক সারওয়ার মুর্শেদ চৌধুরী বলেন, বিষয়টি শোনার পরই কাদিরজঙ্গল ও জাফরাবাদ ইউনিয়ন দুটি ‘লকডাউ ‘ ঘোষণা করা হয়েছে।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন