|| সারাবেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ ||
কিশোরগঞ্জে মহান বিজয় দিবস উপলক্ষ্যে সোহেল রানা স্মৃতি স্মরণে প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের বাদে শোলাকিয়ায় বর্ণাঢ্য আয়োজনে এ খেলা অনুষ্ঠিত হয়। সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন জেলা মটরযান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম।
উদ্বোধন করেন সদর উপজেলা যুবলীগ নেতা মিজানুর রহমান আরজু। মো. হান্নানের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শোলাকিয়া জামে মসজিদের সাধারণ সম্পাদক মো. আবদুল হক, ৭১ স্মৃতি সংসদের সভাপতি আ. হাই, শেখ রাসেল স্মৃতি সংসদের সাবেক সভাপতি মাহতাব উদ্দিন, সমাজসেবক হুমায়ুন কবির, বিশিষ্ট সাংবাদিক আশরাফুল ইসলাম তুষার, সাবেক ছাত্রলীগ নেতা মনিরুজ্জামান রুবেল প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিতদের মাঝে রানার্স আপ ট্রফি তুলে দেন অতিথিরা। সৈয়দ আশরাফুল ইসলাম স্মৃতি সংসদ শোলাকিয়া আয়োজিত খেলায় সার্বিক সহযোগিতা করেন ইরাক প্রবাসী হাবিবুর রহমান ইপেল। খেলার সার্বিক তত্বাবধানে ছিলেন রুমান, সোহেল রানা, মামুন, বাকি, জুয়েল, নিশি, সানজিত, পিয়াস, ইমন, সাঈম, আরিফ, রোহান, সাজিব, শামিম, মনির, রামিম, রাকিব প্রমুখ।