|| সারাবেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও ||
জেলার সদর উপজেলার টাঙ্গন নদী খনন করতে গিয়ে মিলল কষ্টি পাথরের মূর্তি। শনিবার সকালে ঢোলরহাট ইউনিয়নের বড়দেশি এলাকায় পাওয়া ৫ কেজি ওজনের মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।
এর আগে শুক্রবার বিকেলে নদীতে ড্রেজার মেশিন দিয়ে খনন করার সময় মূর্তিটি পাওয়া যায়। ঢোলারহাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন জানান, মূর্তিটি পাওয়ার পর শ্রমিকদের কাছ থেকে স্থানীয় দুইজন ব্যক্তি নিয়ে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়।
খবর পেয়ে রাতে পুলিশ নিয়ে বিভিন্ন জায়গায় তাদের খোঁজা হয়। পরে অবস্থা বেগতিক দেখে তারা মূর্তিটি সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হাতে হস্তান্তর করে।
নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান, মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। রোববার এটি জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।