|| সারাবেলা প্রতিনিধি, বাগেরহাট ||
নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে ৮ম দিনের মত কর্মবিরতি পালন করেছে বাগেরহাটের স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা। হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা এই কর্মসূচিতে অংশ নেন।
এর ফলে গত ৮দিন ধরে জেলায় টিকাদান কর্মসূচিসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন হেলথ অ্যাসিসটেন্ট অ্যাসোসিয়েশনের বাগেরহাট সদর উপজেলা শাখার সভাপতি মো. আরাফাত হোসেন, রবিউল ইসলাম, মোসা. সাইফুন নাহার, জাকির হোসেন, জাহিদুর রহমান, সমর কুমার, বাসুদেব রায় চৌধুরী প্রমুখ।