করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক ও সচেতনায় উদ্যোগি ভেড়ামারা পুলিশ

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানার উদ্যোগে ভেড়ামারা শহরে জনসচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে।

|| সারাবেলা প্রতিনিধি, ভেড়ামারা (কুষ্টিয়া) ||

করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার ভেড়ামারা থানার উদ্যোগে ভেড়ামারা শহরে জনসচেতনামূলক প্রচারণা ও মাস্ক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে এ কর্মসূচি পালন করা হয়। এসময় জনগণকে বাইরে গেলে নিয়মমত মাস্ক পরা ও স্বাস্থ্য সচেতন থাকতে উদ্বুদ্ধমূলক বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহি কর্মকর্তা সোহেল মারুফ, ভেড়ামারা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াছির আরাফাত, ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্জালাল ও অফিসার ইনচার্জ তদন্ত মো. জহিরুল ইসলাম।

ভেড়ামারা অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ সাংবাদিকবৃন্দ ও থানার সেকেন্ড অফিসার রিফাজ উদ্দিনসহ পুলিশ সদস্যবৃন্দ এসময় উপস্থিত ছিলেন। কর্মসূচিতে রিকশা-ভ্যানচালক ও পথচারীদের মাঝে কয়েকশ’ মাস্ক দেয়া হয়।

সংবাদ সারাদিন