|| সারাবেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর ||
করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লক্ষ্মীপুরে পুলিশের উদ্যোগে ক্যাম্পিং ও বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
রোববার ২১শে মার্চ বেলা ১১টার দিকে লক্ষ্মীপুর পৌরসভার সামনে এ আয়োজন করে লক্ষ্মীপুর মডেল থানা। এসময় জনসচেতনতা বাড়ানোর বিষয়ে বক্তব্য রাখার পাশাপাশি জনগণের মাঝে মাস্ক বিতরণ করেন লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।
এছাড়াও লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, অতিরিক্ত পুলিশ সুপার মো. রিয়াজুল কবির, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মো. মাইন উদ্দিন পাঠান, জেলা কমিউনিটি পুলিশিং সেলের সভাপতি জিয়াউল হক আপলু, সাধারণ সম্পাদক জাকির হোসেন ভূঁইয়া আজাদ, ব্যবসায়ী নেতা শংকর মজুমদার, লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসীম উদ্দীনসহ আরো অনেকে এ কর্মসূচিতে অংশ নেন।
বক্তারা বলেন, করোনাভাইরাসের টিকা প্রথম ডোজ নিলেও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। টিকার সম্পূর্ণ ডোজ নেয়া ছাড়া এটি কার্যকর নাও হতে পারে। তাই জনসমাগম এড়িয়ে মাস্ক পরা বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি অমান্য করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কঠোর নির্দেশনাও জানান তারা।
এ কর্মসূচিতে করোনাভাইরাসের বিষয়ে জনসচেতনতা বাড়াতে বিভিন্ন স্লোগান ও নির্দেশনা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে পুলিশ সদস্যদের রাস্তার পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।