করোনা রোধক বিধিনিষেধ শিথিলে আগের চেহারায় ভোলা

|| উপজেলা প্রতিনিধি, সদর (ভোলা) ||

করোনাভাইরাসের সংক্রমণ রোধে রাষ্ট্র আরোপিত বিধিনিষেধ শিথিল করায় সারাদেশের মতো ভোলাতেও ফিরে এসেছে আগের সেই ব্যস্ত-সমস্ত চেহারা। সোমবার জেলার মার্কেট ও দোকানগুলোতে ছিল স্বাভাবিক সময়ের মতই ভিড়বাট্টা। বেশির ভাগ লোকের মুখের মাস্ক নাকে-মুখে না থেকে ছিল গলার কাছে। পন্য কেনা-বেচার সময়েও মানা ও মানানো যাচ্ছে না প্রয়োজনীয় জনদূরুত্ব।

চক বাজারে রিকশা ও অন্যান্য গাড়ি চলাচল করায় তৈরি হয় যানযট। এই যানযটের মধ্যে বেশীর ভাগ মানুষকে চলতে দেখা গেছে গায়ে গা লাগিয়ে চলতে। ইলিশা, ভেলুমিয়া, চরফ্যাশন বাসস্ট্যান্ড থেকে আসা বোরাক, আলফার মতো ছোট গণপরিবহনগুলো চলেছে কোন ধরণের স্বাস্থ্যবিধি না মেনেই। বেশির ভাগ গণপরিবহনেই ছিল গাদাগাদি করে বসার প্রবণতা।

অর্থনীতির চাকা সচল রাখতে প্রায় ৬৭ দিন পরে অফিস আদালত, ব্যবসা-বানিজ্য, দোকান পাট, গণপরিবহন সব খুলে দিয়েছে সরকার। এরইমধ্যে সারাদেশেই প্রতিদিনই বাড়ছে সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা।

চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন, এখন আমরা নিজেরা সচেতন না হলে করোনাভাইরাসের ভয়াল থাবা থেকে বাঁচার কোন উপায় নেই। করোনায় আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যানে দেখা যায় বেশির ভাগের বয়স ৪০ থেকে ৫০ এর উপরে। আবার আক্রান্তের প্রথম থেকে চিকিৎসকদের নির্দেশনা মানায় ৭০ বছরের উপরের বয়সের অনেকেও সুস্থ হয়ে ফিরেছেন স্বাভাবিক জীবনে। অর্থাৎ যাদের শ্বাসকষ্ট, ডায়াবেটিক, কিডনিসহ অন্যান্য জটিল অসুস্থতা নেই এবং যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো তারাই এগিয়ে থাকছেন করোনা যুদ্ধ জয়ের প্রথম সারিতে।

তারা বলছেন, জীবিকার তাগিদে জীবনের প্রয়োজনে মানুষকে বাইরে বের হতেই হচ্ছে। কার্যকরি প্রতিষেধক আবিষ্কার হওয়ার আগ পর্যন্ত আমাদের বাস করতে হবে এই সংক্রমণ ব্যাধি করোনার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করেই। এই যুদ্ধে তারাই জয়ী হবে, যারা প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব এবং সচেতনতা মেনে চলবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন