করোনা পরীক্ষায় আরটি পিসিআর ল্যাব চালু হলো জামালপুরে

|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||

করোনা ভাইরাস শনাক্ত করতে আরটি পিসিআর ল্যাবরেটরি চালু হলো জামালপুরে। এটি দেশের ৩৮তম আরটি পিসিআর ল্যাব। মঙ্গলবার দুপুরে শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের প্রশাসনিক ভবনের নিচতলার এই ল্যাবের কার্যক্রম উদ্বোধন করেন তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি।

শেখ হাসিনা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক প্রফেসর ডা. কে এম মুছার তত্বাবধানে এই ল্যাব পরিচালনায় কাজ করবেন ১ জন সহযোগী অধ্যাপক, ১ জন সহকারী অধ্যাপক, ৪ জন মেডিকেল টেকনোলজিস্ট, ২ জন কম্পিউটার অপারেটর, ২ জন ক্লিনার এবং ১ জন অফিস সহায়ক। এই ল্যাবে একসঙ্গে ৯৬টি নমুনা পরীক্ষা করা যাবে, তবে এখন করা হবে ৯৪টি। এতে সময় লাগবে ৫ ঘন্টা। এরপর চাহিদা বাড়লে দিনে কয়েকবার পরীক্ষা করা যেতে পারে। দুই একদিনের মধ্যেই চূড়ান্তভাবে নমুনা পরীক্ষায় যাবে এই ল্যাব।

উল্লেখ্য, গেল ২৯শে এপ্রিল রাতে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড অ্যানিমেল সায়েন্স বিশ্ববিদ্যালয় থেকে এই আরটি-পিসিআর মেশিনটি শেখ হাসিনা মেডিকেল কলেজে আনা হয়। এরপর ৫ই মে ল্যাবটি চালু হওয়ার কথা থাকলেও আধুনিকায়নে সময় বেশি লাগায় ১২ই এপ্রিল চালু হলো এই ল্যাব।

ল্যাব উদ্বোধনের আগের আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেন, শেখ হাসিনা মেডিকেল কলেজের এই আরটি পিসিআর ল্যাবটি বাংলাদেশের সবচেয়ে আধুনিক। সরকারি ব্যবস্থাপনায় এধরণের ল্যাব স্থাপন ব্যয় বহুল ও সময় সাপেক্ষ ব্যাপার। এজন্য আমরা নিজস্ব উদ্যোগে ল্যাবটি স্থাপন করেছি। এতে সহায়তা করেছেন শিক্ষা সচিব ও স্বাস্থ্য বিভাগ।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী আয়োজনে বিশেষ অতিথি ছিলেন জামালপুর সদর ৫ আসনের এমপি ইঞ্জিনিয়ার মোজাফফর হোসেন এমপি। অন্যদের মধ্যে জামালপুর ২ আসনের এমপি ফরিদুল হক খান দুলাল , মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখওয়াতুল আলম মনি, শেখ হাসিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রধান তত্ত্বাবধায়ক ডা. মোশায়ের উল ইসলাম রতন, শেখ হাসিনা মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. এফ এম সালেহ ও সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস আয়োজনে উপস্থিত থেকে বক্তৃতা করেন।

বক্তারা বলেন, জেলা পর্যায়ে এই প্রথম জামালপুরে পিসিআর ল্যাব একটি নজির হয়ে থাকবে। তারা জানান, ইতোমধ্যে জামালপুরে করোনায় আক্রান্তের সংখ্যা ১০০ ছাড়িয়েছে। এছাড়া ময়মনসিংহ পিসিআর ল্যাবে নমুনা জটে জামালপুরের অনেক নমুনা আটকে আছে। গার্মেন্টস বন্ধ দেওয়ার পর অনেক গার্মেন্টস কর্মী নারায়নগঞ্জ ও গাজীপুর থেকে জামালপুরে আসেন। তাই করোনা সংক্রমনের ঝুকিঁতে রয়েছে এ জেলার সাধারন মানুষ। সংকটসময়ে ল্যাবটি জামালপুরের জন্য অনেক দরকার ছিলো। এই ল্যাবে নমুনা টেস্টের ফলে খুবই দ্রুত রোগী শনাক্ত করা যাবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন