|| অনলাইন প্রতিনিধি, কুড়িগ্রাম ||
কুড়িগ্রাম সদর হাসপাতালে চালু হলো জীবাণুনাশক টানেল। করোনাভাইরাস প্রতিরোধে হাসপাতালের আইসোলেশন ইউনিটের ঢোকার মুখে স্যানিটাইজেশনের জন্য এ টানেল স্থাপনে অর্থায়ন করেছে সামাজিক সংগঠন ফেসবুক গ্রুপ “করোনা আপডেট কুড়িগ্রাম”। রোববার দুপুরে এর উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহম্মেদ।
উদ্বোধনসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু মোহাম্মদ জাকিরুল ইসলাম, সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান, ডেপুটি সিভিল সার্জন ডা. বোরহানুল আলম সিদ্দিকী ও ফেসবুক গ্রুপ করোনা আপডেট কুড়িগ্রামের সমন্বয়ক আব্দুল হান্নান, আল ফারাবি, হৃদয় বিশ্বাস, স্বচ্ছ ও সাকিবসহ অন্যান্য সদস্য।
উদ্বোধনের পর অতিথিরা টানেলের ভেতর দিয়ে জীবানুমুক্ত হয়ে হাসপাতালের আইসোলেশন ইউনিটের ভেতরে ঢোকেন।
জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. জাকিরুল ইসলাম জানান, কুড়িগ্রামের তরুন যুবকদের সামাজিক সংগঠন ফেসবুক গ্রুপ “করোনা আপডেট কুড়িগ্রাম”-এর এই উদ্যোগ খুবই প্রশংসনীয়। এর আগেও তারা জেনারেল হাসপাতালে চিকিৎসক ও নার্সদের পিপিই দিয়েছে। তাদের সহায়তায় স্যানিটাইজেশনের জন্য আজ যে টানেল স্থাপন করা হলো এজন্য আমি তাদের ধন্যবাদ জানাই “
করোনাসময়ে দুর্গতদের সহায়তা করতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ণরত কুড়িগ্রামের শিক্ষার্থীরা করোনা আপডেট কুড়িগ্রাম গড়ে তোলেন। করোনার শুরু থেকে এখন পর্যন্ত এই সংগঠনের সদস্যরা দুর্গতদের সহায়তায় নানা ধরণের কর্মসূচি বাস্তবায়ন করে চলেছে ।