করোনা অভিঘাতে কষ্টের জীবন কিন্ডারগার্টেন শিক্ষকদের

|| অনলাইন প্রতিনিধি, ভালুকা (ময়মনসিংহ) ||

করোনা অভিঘাতে পড়ে কষ্টের দিন পার করছেন ভালুকার তিনশ’ কিন্ডারগার্টেন স্কুলের অন্তত ২৬শ’ শিক্ষক। গত ১৪ই মার্চ থেকে করোনার কারণে বেসরকারী কিন্ডারগার্টেন স্কুলগুলো বন্ধ থাকায় তাঁরা পাচ্ছেন না কোন বেতন ভাতা।

অথচ পৌর শহরের শিক্ষকরা তাদের বাড়ীভাড়াসহ সংসারের প্রায় সব খরচ মেটাতেন স্কুলের বেতন দিয়ে। আর গ্রামে যারা শিক্ষকতা করেনন তাদেরও ভরসা ওই বেতন। কিন্তু করোনার অভিঘাতে এলোমেলো হয়ে গেছে তাঁদের যাপিত জীবন।

এই রোজাতেও খরচ মেটাতে হিমশিম অবস্থা তাদের। ধার দেনা করে গত এক মাসের বেশী সময় পার করলেও এখন যে আর চলছে না। তার ওপর সামনে ঈদ।

এই পরিস্থিতিতে শিক্ষকদের দাবি তাদেরকেও যেন সরকারী প্রণোদনার আওতায় আনা হয়। সরকার তাঁদের দিকে ফিরে তাঁকালে অন্তত খেয়ে পরে করোনাসময়ের দিনগুলো পার করতে পারতেন তারা।

উপজেলা ভায়াবহ আইডিয়াল কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক মো. রেজাউল করিম বলেন, ‘আমরা প্রায় ৩মাস যাবত বেতনভাতা না পেয়ে মানবেতর জীবন কাটাচ্ছি। আমরা তো আর লাইনে দাঁড়িয়ে ত্রাণ নিতে পারি না। তাই বর্তমানে অনেকটা খেয়ে না খেয়ে জীবন কাটাচ্ছি। সরকারকে আমাদের দিকে একটু নজর দিতে অনুরোধ করছি।’

ভালুকা উপজেলা কিন্ডারগার্টেন এ্যাসোসিয়েশনের সভাপতি মো. শওকত আলী বলেন, ‘আমাদের ভালুকায় প্রায় ৩শ’ কিন্ডারগার্টেন স্কুল আছে। এগেুলোতে অন্তত ২৬শ’ শিক্ষক কাজ করছেন। স্কুলগুলো বন্ধ। তাই বেতন ভাতা না পাওয়ায় আমাদের জীবন চালানো দায় হয়ে পড়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শিক্ষাবান্ধব আখ্যা দিয়ে তিনি বলেন, জাতির জনকের কন্যা আমাদের ভালুকাসহ সারাদেশের দুর্গত শিক্ষকদের জন্য কিছু করবেন বলে আমরা আশা করছি।’

শিক্ষকদের এমন চাওয়ার প্রেক্ষিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. জুয়েল আশরাফ জানান, ‘তাঁদের জন্য সরকারীভাবে কোন কিছু দেওয়ার সুযোগ নাই। তবে ইউএনও স্যারের নির্দেশ মোতাবেক আমি প্রতিষ্ঠানের মালিক ও প্রধানদের অনুরোধ করছি সাধারণ শিক্ষকদের যাতে বেতন দেওয়া হয়।’

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ কামাল জানান, সরকারীভাবে কোন প্রণোদনা বা কোন প্যাকেজে এখনো তাঁদের জন্য আছে কিনা আমার জানা নাই। তবে আমি ব্যক্তিগত ভাবে উপজেলা শিক্ষা অফিসারকে বলেছি উপজেলার সকল কিন্ডারগার্টেন ও কোচিং সেন্টার মালিকদের সঙ্গে কথা বেতন দেওয়ার ব্যবস্থা করতে।’

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন