করোনায় এপর্যন্ত মারা গেল সাত পুলিশ সদস্য

|| সারাবেলা প্রতিবেদন ||

করোনাভাইরাসে সংক্রমিত হয়ে এ পর্যন্ত সাতজন পুলিশ সদস্য মারা গেছে। সবশেষ শনিবার সন্ধ্যায় ঢাকার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে মারা যান ট্রাফিক কনস্টেবল জালাল উদ্দিন খোকা। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের ভালুকায়। ঢাকা মহানগর ট্রাফিক পুলিশের পূর্ব বিভাগে কর্মরত ছিলেন তিনি। স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।

নমুনা পরীক্ষায় গত ২৬শে এপ্রিল কনস্টেবল জালালের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে। সেদিন থেকেই তিনি পুলিশ হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র আইসিইউতে ভতির্ ছিলেন।

এদিকে পুলিশ সূত্র জানাচ্ছে, করোনা সংক্রমণের শুরু থেকে এ পর্যন্ত পুলিশের ১৩শর বেশি সদস্য আক্রান্ত হয়েছেন। আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় পুলিশ সদস্যদের চিকিৎসার জন্য বেসরকারি একটি হাসপাতালও প্রস্তুত করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন