করোনায় বিস্তর ক্ষতিতে গাইবান্ধার সবজিচাষী

|| অনলাইন প্রতিনিধি, গাইবান্ধা ||
করোনাদুর্যোগে বিস্তর ক্ষতিতে পড়েছেন গাইবান্ধা জেলার সবিজ চাষীরা। গেল বন্যার ক্ষতি কাটাতে ধারকর্জ করে এবার মরিচ, পেঁয়াজ, রসুন, করলা, টমেটো, পটল ও মিষ্টি কুমড়াসহ মসলা ও সবজি চাষ করেন তারা। ফলন ভালো হওয়ায় আশায় ছিলেন বন্যার ক্ষতি কিছুটা পুষিয়ে নিতে পারবেন।
কিন্তু করোনাদুর্যোগ তাদের সেই আশায় ছাই ঢেলে দিয়েছে। যে শষ্য ও সবজি চাষ করে সংসার চালান তারা, এবার তাদের কপালে ভাঁজ পড়েছে হতাশার। দিশেহারা হয়ে পড়েছেন তারা।
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নের ভাটি কাপাসিয়া চরের এক কৃষক জানালেন, ‘করোনা ভাইরাস প্রতিরোধে দেশজুড়েই চলছে লকডাউন। সবকিছু বন্ধ। বিক্রি করা যাচ্ছে না সবজি। মাঠেই নষ্ট হচ্ছে টমেটো, করলা, পটল ও মিষ্টি কুমড়ার মত দ্রুত পচনশীল সবজি। দুই টাকা কেজিতেও বিক্রি হচ্ছে না টমেটো। বাইরের পাইকাররা আসতে পারছেন না। স্থানীয় বাজারগুলোতে চাহিদার চেয়ে সরবরাহ বেশী হওযায় দাম অনেক কম।
এই পরিস্থিতিতে উৎপাাদন খরচ ওঠানোতো দুরে থাক, অর্থাভাবে সংসার চালানোই দায় হয়ে পড়েছে। তার ওপর রয়েছে ঋণ শোধের চিন্তা। এসব মিলিয়ে চাষীরা চাইছেন দ্রুত তাদেরকে রাষ্ট্রের তরফ থেকে সহায়তা দেওয়া হোক।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন