|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
করোনাভাইরাস সংক্রমণে বাংলাদেশে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৩ হাজার ২৪০ জন। এ নিয়ে দেশে কোভিড-১৯ রোগীর সংখ্যা পৌঁছল ১ লাখ ৮ হাজার ৭৭৫ জনে। গত ২৪ ঘণ্টায় আরও ৩৭ জন মারা যাওয়ার মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৪২৫ জন।
শনিবার নিয়মিত স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা দেশের করোনাভাইরাস পরিস্থিতির সবশেষ এই তথ্য জানান। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশের পঞ্চাশটিরও বেশী পরীক্ষাগারে মোট ১৪ হাজার ৩১টি নমুনা পরীক্ষা করা হয়েছে।
এই সময়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৪৮ জন। সর্বমোট সুস্থ হয়েছেন প্রায় ৪৪ হাজার জন।