করোনাভাইরাসের নমুনা সংগ্রহ এখন সরিষাবাড়িতেও

|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||

করোনাভাইরাসের নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হলো জামালপুরের সরিষাবাড়িতে। মাঠ পর্যায়ে দেশের এটিই প্রথম নমুনা সংগ্রহের বুথ। এরমাধ্যমে চিকিৎসক ও নার্সদের ঝুঁকিমুক্তভাবে করোনার নমুনা সংগ্রহ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে স্থানীয় স্বাস্থ্য বিভাগ।

বুধবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাঠে এই ‍বুথের কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাব উদ্দিন আহমদ। এসময় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. গাজী রফিকুল হক, আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী।

স্থানীয় স্বাস্থ্য বিভাগ জানায়, বিদেশি পদ্ধতি অনুসরণ করে সম্পূর্ণ কাঁচ দিয়ে ঘেরা থাকছে এই বুথ। চিকিৎসক ও নমুনা সংগ্রহকারী ব্যক্তি একপাশ দিয়ে এর ভেতরে ঢুকবেন এবং অন্যপাশে থাকবেন নমুনা প্রদানকারী। বুথে দু’টি ছিদ্রে হ্যান্ডগ্লাভস লাগানো থাকবে, যা হাতে পেঁচিয়ে ইচ্ছুক ব্যক্তি ভেতরে নমুনা প্রবেশ করাবেন। রোগী নিজে দিতে না পারলেও নমুনা সংগ্রহকারী ব্যক্তি বুথের ছিদ্রে স্থাপিত হ্যান্ডগ্লাভসের মাধ্যমে হাত বাইরে এনে নমুনা নিতে পারবেন। বুথের ভেতরে বাইরের বাতাস ঢোকার সুযোগ না থাকায় এবং রোগীর সংস্পর্শে না আসার সুযোগ থাকায় সম্পূর্ণ ঝুঁকিমুক্ত ও স্বাস্থ্যসম্মতভাবে করোনা নমুনা সংগ্রহ করা যাবে।

আবাসিক মেডিকেল অফিসার ডা. দেবাশীষ রাজবংশী জানান, এ পদ্ধতিটি চিকিৎসক ও নার্সদের সুরক্ষা দেবে। করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি এখানে নমুনা দিতে পারবেন।

উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ জানান, বাংলাদেশে করোনা মোকাবেলায় কাজ করতে গিয়ে চিকিৎসক-নার্স, সরকারি জ্যেষ্ঠ কর্মকর্তা, পুলিশ, সাংবাদিকসহ সেবাদানকারী অনেক ব্যক্তি আক্রান্ত হচ্ছেন। করোনার নমুনা সংগ্রহ করতে গিয়েই চিকিৎসক-নার্সদের সংক্রমণের আশঙ্কা থেকে যায়। তাই তাদের ঝুঁকিমুক্ত রাখতে এ উদ্যোগটি নেওয়া হয়েছে।

তিনি বলেন, পদ্ধতিটি বাস্তবায়ন করা হয়েছে উপজেলা পরিষদের অর্থায়নে। আর এর ডিজাইন করেছেন স্বাস্থ্য কমপ্লেক্সের নবীন চিকিৎসকরা। এ উপজেলায় এখন পর্যন্ত কেউ করোনায় আক্রান্ত না হলেও প্রশাসন তা মোকাবেলায় যথেষ্ট তৎপর বলেও তিনি জানান।#

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন