করোনাদুর্যোগে রাষ্ট্রিয় খাদ্যসহায়তা নিয়ে অভিযোগ বিএনপি’র

|| অনলাইন প্রতিনিধি, জামালপুর ||

করোনা অভিঘাতে জামালপুরের কাজ হারানো দুর্গত মানুষকে রাষ্ট্রিয় খাদ্যসহায়তা দেওয়ার ক্ষেত্রে দলীয় বিবেচনা প্রাধাণ্য পাচ্ছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। সোমবার দুপুরে শহরের ষ্টেশন রোড জেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই অভিযোগ জানান দলটির নেতারা।

খাদ্যসহায়তা কার্যক্রমে ব্যাপক দূর্ণীতি ও অনিয়মের অভিযোগ তুলে জেলা বিএনপির সাধারন সম্পাদক অ্যাডভোটেক শাহ মো. ওয়ারেছ আলী মামুন বলেন, সরকারী ত্রাণ কার্যক্রম, ভিজিড কার্ড ও খাদ্যসহায়তা মূলত আওয়ামী লীগের লোকজনদেরকেই দেওয়া হচ্ছে। যে কারণে দুস্থ অসহায় সাধারন মানুষ সরকারী সাহায্য সহযোগিতা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি আরো বলেন, কোন কোন জনপ্রতিনিধি সরকারী বরাদ্দের চাল নিজ বাড়িতে উঠিয়েছেন। এছাড়াও সদর উপজেলার নরুন্দি, তুলশির চর, শাহবাজপুর ও শরিফপুরে সরকারী বরাদ্দের চাল আত্মসাতের অভিযোগও উঠেছে। প্রশাসনের উদ্ধারে এসবের প্রমানও মিলেছে।

ইসলামপুরে পৌরসভার বরাদ্দ দেওয়া চাল নিয়মবহির্ভুতভাবে উপজেলা ভাইস চেয়ারম্যান উঠিয়েছেন। সারা জেলায় এরকম অসংখ্য অনিয়মের ঘটনা ঘটেই চলছে। সব অনিয়ম-দূর্ণীতি বন্ধে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে বিএনপি।

সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম নবী, সাংগঠনিক সম্পাদক সজিব খান, দফতর সম্পাদক গোলাম রব্বানীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে গত ৭ই মে একই দাবিতে জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দেয় জেলা বিএনপি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

সংবাদ সারাদিন