|| সারাবেলা প্রতিনিধি, নওগাঁ ||
নওগাঁয় করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১৫।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. মঞ্জুর-এ মোর্শেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়া ব্যক্তিরা হলেন নওগাঁ সদরে সচিব মন্ডল (৮৫) ও মেরিনা চৌধুরী খাতুন (৬৫); মহাদেবপুর উপজেলায় খাদেমুদ্দিন (৭০), পত্নীতলা উপজেলায় আকতারুল (৩০), নিয়ামতপুর উপজেলার সিরাজুল (৭০)।
নওগাঁ জেলা সিভিল সার্জন ডা. এ বি এম আবু হানিফ জানান, গত ২৪ ঘণ্টায় ৪৭৯টি নমুনার বিপরীতে জেলায় নতুন করে ১১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যা শনাক্ত বিবেচনায় ২৪ দশমিক শূন্য শতাংশ। নতুন ১১৫ জনের করোনা শনাক্ত হওয়ায় জেলায় মোট করোনা রোগীর সংখ্যা ৫ হাজার ৫৩১৪।
তিনি জানান, আরটিপিসিআরে ২৭৯ নমুনার বিপরীতে ৫৮ ও র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় ২০০ নমুনার বিপরীতে ৫৭, মোট ১১৫ জনের দেহে নতুন করে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।
তাদের মধ্যে নওগাঁ সদর উপজেলার ৭১ জন, রানীনগর উপজেলার ৮, আত্রাই উপজেলার ১১, মহাদেবপুর উপজেলার ৩, মান্দা উপজেলার ৫, বদলগাছি উপজেলার ৩,পত্নীতলার ৫, সাপাহার উপজেলার ৫ ও পোরশা উপজেলার ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
জেলায় নতুন করে করোনামুক্ত হওয়ায় মোট সুস্থ হয়েছেন ৪ হাজার ৩৬১ জন বলে জানান সিভিল সার্জন।