|| সারাবেলা প্রতিবেদন, ঢাকা ||
দেশে করোনাভাইরাসে গেল চব্বিশ ঘন্টায় নতুন করে আরো ৩ হাজার ৯৪৬ জনের শরীরে সংক্রমণ শনাক্ত হয়েছে। আর মারা গেছে ৩৯ জন। এনিয়ে মোট শনাক্তসংখ্যা এখন পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৬০৬ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১ হাজার ৬২১ জন।
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন বুলেটিনে যুক্ত হয়ে প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহা পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ের এই হিসাব তুলে ধরেন।
এদিকে রোগতত্ব ও রোগ নিয়ন্ত্রণ বিভাগ-আইইডিসিআরের অনুমিত হিসাবে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ১ হাজার ৮২৯ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৫১ হাজার ৪৯৫ জনে দাঁড়িয়েছে।
মৃতের বিশ্লেষণাত্মক পরিসংখ্যান জানাতে গিয়ে নাসিমা সুলতানা বলেন, গত এক দিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩২ জন পুরুষ ও ৭ জন নারী। তাদের মধ্যে ২৮ জন হাসপাতালে, ১১ জন বাড়িতে মারা গেছেন। এই ৩৯ জনের মধ্যে ১ জনের বয়স ৯০ বছরের বেশি। এছাড়া ৭ জনের বয়স ৭১-৮০ বছরের মধ্যে, ১২ জনের বয়স ৬১-৭০ বছরের মধ্যে, ৯ জনের বয়স ৫১-৬০ বছরের মধ্যে, ৭ জনের বয়স ৪১-৫০ বছরের মধ্যে, ১ জনের বয়স ৩১-৪০ বছরের মধ্যে, ২ জনের বয়স ছিল ২১ থেকে ৩০ বছরের মধ্যে ছিল।
তাদের ১০ জন ঢাকা বিভাগের, ১০ জন চট্টগ্রাম বিভাগের, ৫ জন রাজশাহী বিভাগের, ৫ জন খুলনা বিভাগের, ২ জন বরিশাল বিভাগের, ৪ জন রংপুর বিভাগের এবং ৩ জন ময়মনসিংহ বিভাগের বাসিন্দা ছিলেন।
গত ২৪ ঘণ্টায় দেশের ৬৬টি পরীক্ষাগারে ১৭ হাজার ৯৯৯টি নমুনা পরীক্ষা করা হেয়েছে জানিয়ে বুলেটিনে বলা হয়, নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২১ দশমিক ৯২ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৪০ দশমিক ৬৭ শতাংশ, মৃতের হার ১ দশমিক ২৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে আনা হয়েছে ৬৪৫ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে রয়েছেন ১৩ হাজার ৪২৯ জন রোগী।