কন্যা জন্ম দেয়ায় স্বামীর বাড়ি ছাড়তে হলো স্ত্রীকে

স্বামীর বাড়িতে পৌঁছলে তার শাশুড়ি বলেছে তাকে তালাক দেয়া হয়েছে। স্বামী রাজা মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করে তিনি সারা দেননি।

|| সারাবেলা প্রতিনিধি, গাইবান্ধা ||

গাইবান্ধায় কন্যা জন্ম দেয়ায় স্বামীর বাড়ি ছাড়তে হয়েছে এক স্ত্রীকে। জেলার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গা ইউনিয়নের ঘোড়ামারা গ্রামের রাজা মিয়ার স্ত্রী রোকসানা বাইশ বছর বয়সী রোকসানা বেগম গেলো সোমবার রংপুর শহরের একটি বেসরকারী হাসপাতালে কন্যা শিশুর জন্ম দেন। হাসপাতাল থেকে ১১ই মার্চ বৃহস্পতিবার  বাড়ীতে ফিরলে তাকে আর বাড়ীতে ঢুকতে দেয়নি স্বামীর স্বজনরা।

রোকসানা বেগম বলেন, স্বামীর বাড়িতে পৌঁছলে তার শাশুড়ি বলেছে তাকে তালাক দেয়া হয়েছে। স্বামী রাজা মিয়ার মোবাইল ফোনে যোগাযোগ করে তিনি সারা দেননি।

রোকসানা বেগমের শাশুড়ি আছমা বেগম বলেন, বউয়ের চরিত্র খারাপ। তিন মাস আগে তাকে তালাক দিয়েছে আমার ছেলে। পেটে বাচ্চা ছিল বলে বাড়ীতে থাকতে দিয়েছিলাম।

এ প্রসঙ্গে সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ রানা বলেন, খবরটি আমরা জানতে পেরেছি। পুলিশও পাঠানো হয়েছিল রোকসানা বেগমের শ্বশুড়বাড়ীতে। সেখানে গিয়ে কাউকে পাওয়া যায়নি। সম্ভবত সবাই গা ঢাকা দিয়েছে।

রোকসানা বেগম নবজাতককে নিয়ে তার বাবার বাড়ীতে থাকছেন। তিনি এর প্রতিকার দাবি করেছেন। শিশুসন্তান নিয়ে স্বামীর সঙ্গেই থাকতে চান তিনি।

সংবাদ সারাদিন