|| সারাবেলা প্রতিনিধি, কক্সবাজার ||
কক্সবাজার সদরের ইসলামাবাদের চরপাড়া রাবারড্যাম এলাকায় জমির বিরোধে মা ও মেয়েকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার ১৯শে জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। স্থানীয় চরপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মহিউদ্দিন মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই এলাকার আজিজুল হক বাবুর্চির স্ত্রী রাশেদা বেগম (৩২) ও তার তেরো বছরের মেয়ে জান্নাতুল ফেরদৌস। সে জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী। বর্তমানে মা ও মেয়ে দুইজনের লাশই সদর হাসপাতালের মর্গে রয়েছে।
স্থানীয়রা জানান, জমির বিরোধ নিয়ে একই এলাকার জাফর আলমের ছেলে আবুল কালামের(৩৫) সঙ্গে ঝগড়া বাধে। তাতে প্রতিপক্ষের কুপাঘাতে ঘটনাস্থলে মারা যান মা রাশেদা বেগম। ঘটনাস্থল থেকে মেয়ে জান্নাতুল ফেরদৌসকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
এরআগে মঙ্গলবার সকালে চলাচলের রাস্তা ঘেরা দিয়ে বন্ধ করা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ হয়। এছাড়াও বেশ কিছুদিন ধরে জমির বিরোধ চলে আসছিল দু’পক্ষের মধ্যে। স্থানীয় জনপ্রতিনিধিদের দূর্বল ভূমিকার কারণে খুনের ঘটনাটি ঘটেছে বলে দাবী এলাকাবাসীর।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি কিরিচ উদ্ধার করেছে। অভিযুক্তদের কেউ আটক হয়নি। ঘাতকরা গাঢাকা দিয়েছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় ক্ষোভ ও শোক বিরাজ করছে।